প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুন ২০২৪ ২০:৫৪ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪ ২০:৫৯ পিএম
ফিলিপাইনের সমুদ্র তীরবর্তী এলাকা থেকে টিউটর কার্গোর ২৪ নাবিককে হেলিকপ্টারযোগে উদ্ধার করে যুক্তরাজ্য সেনাবাহিনীর একটি দল
লোহিত সাগর অঞ্চলে বেসামরিক জাহাজ ও কার্গোর ওপর হুতিদের হামলার বিষয়ে
সতর্ক করেছে যুক্তরাজ্য সামরিক বাহিনী পরিচালিত মেরিটাইম ট্রেড অপারেশন্স সেন্টার
(ইউকেএমটিও)। তারা জানিয়েছে, লোহিত সাগর অঞ্চলে কার্গো জাহাজ চলাচলের সময় পর্যাপ্ত
নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়। ইয়েমেনের হুতিরা গত বুধবার আরেকটি কার্গো জাহাজে হামলা
করে। হামলায় একজন নাবিক নিহত হন বলে জানিয়েছে অ্যাসোসিয়েট প্রেস। যদিও নাবিকের মৃত্যুর
খবর এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। অ্যাসোসিয়েট প্রেসের ওই প্রতিবেদনে এ-ও বলা হয়েছে,
বুধবারের হামলাটি আন্তর্জাতিক সরবরাহে হুতিদের দ্বিতীয় বড় হামলা। হামলায় পুরো জাহাজটি
তলিয়ে গেছে।
টিউটর নামে জাহাজটিতে লাইবেরিয়ার পতাকা থাকলেও এটি মূলত গ্রিস মালিকানাধীন
কার্গো। জাহাজটি পানিতে তলিয়ে যাওয়ায় সমুদ্রের গভীরে থাকা সাবমেরিন কেবল সংযোগ ক্ষতিগ্রস্ত
হয়েছে। যুক্তরাজ্যের সামরিক বাহিনী জানিয়েছে, মালবাহী কার্গো টিউটরে আচমকা সাদা রঙের
ক্ষেপণাস্ত্র আঘাত করে। আঘাতের সঙ্গে সঙ্গেই জাহাজটি তলিয়ে যেতে শুরু করে। হামলার পর
একজন নাবিক নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, আঘাতেই তিনি মারা গেছেন। জাহাজের বাকি
সদস্য নিরাপদে জাহাজ থেকে অবতরণ করতে পেরেছেন। যেখানে জাহাজটি ডুবে গেছে সেখানে তেল
আর ময়লা দেখে আন্দাজ করা হচ্ছে পুরো জাহাজটিই তলিয়ে গেছে। স্রোতের তোড়ে ভেসে যায়নি।
ফিলিপাইনের সমুদ্র তীরবর্তী এলাকা থেকে ২৪ নাবিককে হেলিকপ্টারযোগে উদ্ধার করে যুক্তরাজ্য
সেনাবাহিনীর একটি দল।
গত বছরের নভেম্বর থেকে হুতিরা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি
জানিয়ে লোহিত সাগরে বেসামরিক জাহাজে হামলা চালাচ্ছে। সূত্র বলছে, তাদের হামলার নেপথ্যে
রসদ সরবরাহ করছে ইরান। লোহিত সাগরে হুতিদের উত্থানের জন্য যুক্তরাষ্ট্র সরাসরি ইরানকে
অভিযুক্ত করেছে। তবে ইরান এ হামলার সব দায় বরাবরই অস্বীকার করে আসছে।
এই হামলার আগেও একাধিকবার হুতিরা বেসামরিক জাহাজে হামলা চালিয়েছে। গত ১৩ জুন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পালাউ দ্বীপপুঞ্জের পতাকাবাহী এক জাহাজের নাবিককে উদ্ধার করে। ইউক্রেনের ভার্বানা জাহাজটি ভূমধ্যসাগরের আডেনে অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইলের হামলার শিকার হয়। ইয়েমেনের হুতি অধিকৃত অঞ্চল পারাপারের সময় এই হামলা ঘটে। হামলায় কেউ নিহত না হলেও একজন নাবিক আহত হন।