× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তর কোরিয়ার পর এবার ভিয়েতনাম সফরে পুতিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুন ২০২৪ ১৫:২৯ পিএম

ভিয়েতনামের হানোই বিমানবন্দরে পুতিন

ভিয়েতনামের হানোই বিমানবন্দরে পুতিন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সুরক্ষা চুক্তির পর এবার ভিয়েতনাম সফর করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরে  ভিয়েতনামের কমিউনিস্ট নেতাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। ভিয়েতনামের বিমানবন্দরে পুতিনকে বহনকারী বিমান অবতরণের সময় তাকে সাদরে বরণ করেন দেশটির প্রধানমন্ত্রী ট্রান হং হা এবং প্রধান দলের কূটনীতিক লে হুয়াই ট্রাং।

ভিয়েতনামের এই সফরে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির মতে, এশিয়ার এই দুই দেশে পুতিনের সফর রাশিয়ার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টিকে লঘু হিসেবে দেখানো হচ্ছে। রাশিয়ার নিউজ এজেন্সি টাসের মতে, ভিয়েতনাম সফরে পুতিন বাণিজ্য, অর্থনীতি, বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি এবং মানবিক বিষয়াদি নিয়ে আলোচনা করবেন। বিশেষত আঞ্চলিক ও আন্তর্জাতিক এজেন্ডা সম্পর্কেও দুই দেশের মধ্যে আলোচনা হবে।

ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির মুখপত্র নিয়ান ডানের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যকার শক্তি বিনিময় ও পারস্পরিক লেনদেন সূচারূ করার বিষয়ে পুতিন আলোচনা করবেন। বৈঠকে ইউক্রেনে চলমান সংকট মোকাবিলায়ও আলোচনা হবে।

ভিয়েতনাম সচরাচর ব্যাম্বু ডিপ্লোম্যাসির ওপর নির্ভর করে। তাদের কূটনীতি প্রতিকূল অবস্থার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন করে থাকে। ফলে আন্তর্জাতিক শক্তি যেমন যুক্তরাষ্ট্র বা চিনের সঙ্গে তারা নেতিবাচক সম্পর্ক গড়তে চায় না। উৎপাদনখাতে ব্যাপক উন্নতি করা ভিয়েতনাম গত বছর ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কোন্নয়ন করার পাশাপাশি অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে নেয়।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, পুতিনের ভিয়েতনাম সফর দেশটির জন্য একাধিক ইতিবাচক বার্তা বয়ে আনবে। দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে দেশটির ভালো সম্পর্ক রয়েছে।

এই মুহূর্তে রাশিয়া ভিয়েতনামের বড় অর্থনৈতিক সহযোগী রাষ্ট্র নয়। রাশিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় দুই দেশের বাণিজ্যিক লেনদেন এত গভীর হয়নি। তবে দুই দেশের মধ্যে শক্তি বিনিময় খাতে সম্পর্ক গভীর। বিশেষতভ ভিয়েতনামের তেল গ্যাস খনির অধিকাংশই রাশিয়া নিয়ন্ত্রিত। তাছাড়া ভিয়েতনামে সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক দেশ রাশিয়া।

যুক্তরাষ্ট্রের মুখপাত্র হানোই প্রশাসনকে জানিয়েছে, কোনো দেশেরই পুতিনকে প্লাটফর্ম দেয়া উচিত নয়। এভাবে সে ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি আরও গভীর করে তুলতে পারে


সূত্র: রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা