প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুন ২০২৪ ১১:৫৮ এএম
আপডেট : ২০ জুন ২০২৪ ১৩:৫০ পিএম
রোগীদের সঙ্গে দেখা করছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী এম এ সুব্রহ্মণ্যন। ছবি : সংগৃহীত
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কাল্লাকুরিচিতে বিষাক্ত মদ পান করায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) জেলা কালেক্টর এমএস প্রশান্ত এ বিষয়ে জানিয়েছেন।
তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘কাল্লাকুরিচিতে বিষাক্ত মদ পান করার কারণে বুধবার থেকে এখন পর্যন্ত ৩৭ জন মারা গেছেন। ১০৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক তারা স্থিতিশীল অবস্থায় নেই। তাদের অবস্থার বারবার পরিবর্তন হচ্ছে।’
জানা গেছে, নিহতের বেশিরভাগই শ্রমিক। তারা মঙ্গলবার (১৮ জুন) রাতে বিষাক্ত মদ পান করেছিলেন। বুধবার সকালে তাদের মধ্যে দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া, বমি ও মাথাব্যথার মতো লক্ষণগুলো দেখা দিতে শুরু করে। ভুক্তভোগীদের কাল্লাকুরিচি, সালেম ও পুদুচেরি জেলার সরকারি হাসপাতালগুলোয় ভর্তি করা হয়েছে।
প্রশান্ত আরও জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত চিকিৎসকের পাশাপাশি জেলার আশপাশের সরকারি মেডিকেল কলেজের বিশেষজ্ঞদেরও মোতায়েন করা হয়েছে। এমনকি লাইফ সাপোর্টসহ আরও বেশকিছু অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হয়েছে।
নিহতের একজনের মা বলেছেন, ‘আমার ছেলের অসহ্য পেটব্যথা হচ্ছিল। সে দেখতে বা শুনতে পাচ্ছিল না। এমনটা কারও সঙ্গে না হোক। মদ বিক্রি বন্ধ করুন।’
পুলিশ এ ঘটনায় সন্দেভাজন এক মাদক কারবারিসহ আরও দুজনকে আটক করেছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এ মর্মান্তিক ঘটনা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
সূত্র : এনডিটিভি, সিনহুয়া, ইন্ডিয়া টিভি, সাউথ ফার্স্ট