প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুন ২০২৪ ০৯:৫৩ এএম
আপডেট : ২৪ জুন ২০২৪ ১১:০৯ এএম
হজ শেষে বিদায় তাওয়াফ করতে জড়ো হয়েছে হাজিরা। মঙ্গলবার (১৮ জুন) পবিত্র মক্কা নগরীর গ্র্যান্ড মসজিদ থেকে তোলা। ছবি : সংগৃহীত
সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে হজের আচার-অনুষ্ঠান পালনের সময় ৯২২ হাজির মৃত্যু হয়েছে। নিখোঁজ আছে আরও অনেকে। বিভিন্ন দেশ তাদের দেশের নিহত হাজিদের পরিসংখ্যান প্রকাশ করেছে। এরই পরিপ্রেক্ষিতে এএফপির এক পরিসংখ্যানে এখন পর্যন্ত নিহত হাজির সংখ্যা জানানো হয়েছে।
মৃতের সংখ্যা ৯০০ ছাড়ানোর পর বুধবার (১৯ জুন) থেকে নিখোঁজ হাজিদের বন্ধুবান্ধব ও পরিবার তাদের খোঁজ করছে।
সোমবার (১৭ জুন) পবিত্র মক্কা নগরীর তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এতে পরিস্থিতি খারাপ হতে পারে আশঙ্কায় হাজিদের স্বজনরা সৌদির হাসপাতালগুলোয় খোঁজ নেয়। সমাজমাধ্যমে নিখোঁজ হাজিদের পরিবার অনুরোধ করে যাতে তাদের স্বজনদের সংবাদ কেউ জানতে পারলে তাদের জানায়।
বিশ্বজুড়ে প্রায় ১ দশমিক ৮ মিলিয়ন মানুষ হজে অংশ নিয়েছে। তাদের মধ্যে অনেক বৃদ্ধ, শারীরিকভাবে দুর্বল ও অসুস্থ ব্যক্তিও রয়েছে। এ বছর সৌদিতে প্রচণ্ড গরমের মধ্য হজের বেশিরভাগ আনুষ্ঠানিকতা বহিরাঙ্গনে পালিত হয়েছে।
একজন আরব কূটনীতিক এএফপিকে জানিয়েছেন, শুধু মিসরীয়দের মধ্যে নিহতের সংখ্যা ৩০০-এর বেশি থেকে এক দিনের মধ্যে লাফিয়ে অন্তত ৬০০-তে এসে পৌঁছেছে। তাদের বেশিরভাগই অসহনীয় গরমের জন্য মারা গেছে।
ভারতের ৬৮ জন হাজি মারা গেছে।
কতজন হাজি মারা গেছে সে তথ্য সৌদি আরব সরবরাহ করেনি। কিন্তু শুধু রবিবারই (১৬ জুন) ২ হাজার ৭০০-এর বেশি হাজির গরমের জন্য অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটি।
গত বছর ২ শতাধিক হাজির মৃত্যুর খবর পাওয়া গেছে। যাদের বেশিরভাগই ছিল ইন্দোনেশিয়ার নাগরিক।
সূত্র : জিও নিউজ