× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাখাইনের নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা বাহিনী, সিত্তে শহর খালি করার নির্দেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুন ২০২৪ ২২:৪৬ পিএম

চলতি সপ্তাহে আরও চারটি জান্তা ক্যাম্প দখল করেছে

চলতি সপ্তাহে আরও চারটি জান্তা ক্যাম্প দখল করেছে

মিয়ানমারে জান্তা সরকারের জন্য রাখাইন রাজ্য গুরুত্বপূর্ণ। তবে এই অঞ্চলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারানোর পথে তারা। গত দুই সপ্তাহে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন শহর মংডুতে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরও ১০টি সামরিক ক্যাম্পের দখল নিয়েছে।  সংগঠনটি দাবি করেছে, এরই মধ্যে মংডুতে লড়াইয়ে সেনাবাহিনীর একজন গুরুত্বপূর্ণ কমান্ডারসহ প্রায় ২০০ জান্তা সেনা নিহত হন। 


গত দুই সপ্তাহে আরাকান আর্মি ১০টি জান্তা ক্যাম্প দখল করেছে



বেসামাল হয়ে জান্তা সরকার এরপরই রাখাইনের প্রধান শহর সিত্তের আশপাশের সব গ্রাম খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে, বিদ্রোহীদের লক্ষ্য করে অচিরেই বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নেয়া হচ্ছে। 


আগামী পাঁচ দিনের মধ্যে সিত্তে শহর বাদেও নিকটস্থ ১৫টি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে গৃহত্যাগের ঘোষণা দিয়েছে জান্তা সরকার


থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতীতে ১৫ জুন এক প্রতিবেদনে বলা হয়, গত মাসে মংডুর উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার পর সম্প্রতি দক্ষিণে জান্তা বাহিনীর ক্যাম্প এবং সীমান্তরক্ষী পুলিশ অবস্থানগুলোকে লক্ষ্য করে হামলা বাড়ায় আরাকান আর্মি। বুথিডং শহর দখলের পর মে মাসের শেষের দিকে মংডু শহরে বড় ধরনের আক্রমণ শুরু করে আরাকান আর্মি। দুটি শহরই বাংলাদেশ সীমান্তের কাছে উত্তর-পূর্ব রাখাইনে অবস্থিত। এসব এলাকায় রোহিঙ্গারা বসবাস করে।

 ১৪ জুন এক ঘোষণায় আরাকান আর্মি দাবি করে, তারা চলতি সপ্তাহে আরও চারটি জান্তা ক্যাম্প দখল করেছে। চারটির মধ্যে উল্লেখযোগ্য একটি মাওয়ায়াদ্দি স্ট্র্যাটেজিক কমান্ড বেস এবং আরেকটি না খাউং টো ক্যাম্প। দুই পক্ষের লড়াই চলাকালে তারা জান্তা বাহিনীর মাওয়ায়াদ্দির কৌশলগত কমান্ডার কর্নেল তাইজার হতেসহ প্রায় ২০০ সেনা নিহত হয়। 

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, আরাকান আর্মির পক্ষ থেকে রাখাইনের গুরুত্বপূর্ণ শহর সিত্তে দখলে নেওয়ার হুমকির পর জান্তা সেনারা সেখানে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে। শহরের আশপাশের ১৫টি গ্রামের বাসিন্দাদের আগামী পাঁচ দিনের মধ্যে অন্য কোথাও সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময় পর কাউকে গ্রামে দেখা গেলে গুলি করে মারা হবে বলেও ঘোষণা দেয়া হয়েছে।  

সাউথ চায়না মর্নিং পোস্ট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মায়ানমার জান্তা সরকার গত কয়েক মাস লড়াইয়ের পর দেশের মোট ভূখণ্ডের ৮৬ শতাংশের ওপর সরাসরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছ। রাখাইনের মতো দেশটির উত্তরাংশে অবস্থিত কাচিন রাজ্যও হাতছাড়া হওয়ার পথে। ইরাবতির খবরে বলা হয়েছে, বিদ্রোহী গ্রুপ কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি চলতি সপ্তাহে সাদুং শহর দখল করার পর জান্তা সেনারা কাচিন এবং উত্তর শান রাজ্যে চীনের সঙ্গে সমস্ত সীমান্ত বাণিজ্য রুটের নিয়ন্ত্রণ হারিয়েছে।




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা