প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুন ২০২৪ ১৭:৫৯ পিএম
মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা এবং মানবিক সহায়তা পৌছানোর কার্যক্রমের খাতিরে ইসরায়েলি সামরিক বাহিনী 'কৌশলগত অভিযান স্থগিত'-এর ঘোষণা দিয়েছে৷ একটি নির্দিষ্ট সময়ের জন্য জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো ত্রাণ ও চিকিৎসাসামগ্রী নিয়ে প্রবেশ করতে পারবে। তবে দেশটির সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্তকে যুদ্ধবিরতির কোনো প্রক্রিয়া হিসেবে দেখা চলবে না।
ঘোষণা অনুসারে সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সালাহ আল দ্বিন সড়ক উন্মুক্ত করে দেয়া হবে। ইসরায়েলের কারিম সালম ক্রসিং দিয়ে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা পৌছানোর ব্যবস্থা করা হবে। এই সড়ক দিয়ে মানবিক সহায়তা ও ত্রাণ পৌছানোর জন্য কোনো বাধা দেয়া হবে না।
সূত্র অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপ এবং মিশরের মধ্যস্ততায় এ সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের অতি রক্ষণপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন ভির অবশ্য এই সিদ্ধান্তের সমালোচনা কর বলেন, 'যারা এ সিদ্ধান্ত নিয়েছে তারা বোকা। আমাদের সেনারা যুদ্ধের ময়দানে নিহত হচ্ছে। এমন সময় যুদ্ধ স্থগিত রাখার সিদ্ধান্ত ইতিবাচক নয়।'
সূত্র: দ্য গার্ডিয়ান