× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৪ ১৯:১২ পিএম

আপডেট : ১১ জুন ২০২৪ ১৯:৪৫ পিএম

ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি

ওড়িশায় প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন দলটির মোহন চরণ মাঝি। ২৪ বছর ধরে ওড়িশায় বিজেডি সরকারেরই আধিক্য ছিল। মুখ্যমন্ত্রীর কুরসিতে এত দিন ছিলেন নবীন পট্টনায়ক।

২০২৪ সালের বিধানসভা নির্বাচনে ধরাশায়ী বিজেডি। ভোটে ব্যাপক সাফল্যের পর থেকে একাধিক নাম ভাসছিল মুখ্যমন্ত্রী হিসেবে। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী তথা আদিবাসী মুখ জুয়াল ওরাম, বিজেপির মুখপাত্র তথা সদ্যনির্বাচিত সাংসদ সম্বিত পাত্র, দলের জাতীয় সহসভাপতি বৈজয়ন্ত জয় পাণ্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সাবেক আমলা গিরিশ মুর্মু—এদের প্রায় সবাই এগিয়ে ছিলেন দৌড়ে।

শেষ পর্যন্ত অচেনা মুখেই ভরসা রাখল বিজেপি। বুধবার (৫ জুন) বিজেপির বৈঠকে হাজির ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ও ভূপেন্দ্র যাদব। সেই বৈঠকের পরে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে কেওনঝড়ের প্রার্থী ছিলেন মোহন। প্রতিপক্ষ বিজেডির মিনা মাঝিকে ৮৭ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন তিনি।

দুই উপমুখ্যমন্ত্রীর নামও এদিন ঘোষণা করেছেন রাজনাথ। মোহনের ডেপুটি হিসেবে দায়িত্ব সামলাবেন কনক বর্ধন সিং দেও ও প্রভাতী পারিদা। উল্লেখ্য, ২০০০ ও ২০০৪ সালে বিজেডির সঙ্গে জোট শরিক হিসেবে ওড়িশার সরকারে ছিল বিজেপি। তবে এই প্রথমবার এককভাবে তারা সরকার গড়েছে। আগামীকাল অর্থাৎ বুধবার শপথ নেবে নতুন মন্ত্রিসভা। সেখানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।


সূত্র : সংবাদ প্রতিদিন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা