ইরান
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১৯:১১ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪ ২০:৫৬ পিএম
প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ছয়জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে ইরানের সাংবিধানিক কাউন্সিল
ইরানের সাংবিধানিক কাউন্সিল রবিবার (৯ জুন) প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ছয়জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। বারো সদস্যের এ প্যানেলের সিদ্ধান্ত দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অনুমোদন পেয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরএনএ এক প্রতিবেদনে ছয়জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।
প্রেসিডেন্ট নির্বাচনে
মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন মোস্তাফা পুরমোহাম্মদী, মাসুদ পেজেশকিয়ান, আমিরহোসেন
ঘাজিজাদেহ, আলিরেজা কাজানি, সায়েদ জালিলি এবং মোহাম্মদ বাঘের কালিবাফ। তবে এবারও
প্রার্থী হিসেবে মনোনয়ন পাননি মাহমুদ আহমেদিনেজাদ। অথচ ২৮ জুন ইরানের রাষ্ট্রপতি
নির্বাচনের ‘হট’ ক্যানিডেট হিসেবে ভাবা
হচ্ছিল তাকে। তবে দেশটির সাবেক গার্ড জেনারেল মোহাম্মদ বাঘের কালিবাফকে মনোনয়ন দেওয়া
হয়েছে যা নিয়ে কিছুটা সমালোচনা দেখা দিয়েছে।
কাউন্সিলের এ সিদ্ধান্ত থেকে
প্রতীয়মান হয়, ইরানের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তারা সময়ক্ষেপণ করতে রাজি নয়। ইরানের
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতার রেজিস্ট্রেশনের জন্য সাংবিধানিক কাউন্সিল
পাঁচ দিন সময় বেঁধে দেয়। পাঁচ দিনে ৮০ জন রাষ্ট্রপতি পদে প্রার্থিতার আবেদন করেন। সাংবিধানিক
কাউন্সিল প্রার্থী যাচাই-বাছাই করার জন্য পাঁচ দিন সময় পায়। নিয়ম অনুসারে, প্রার্থী
বাছাইয়ের ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দিলে অতিরিক্ত সাত দিন সময় ছিল প্রার্থী ঘোষণার।
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার অংশগ্রহণ বাড়ানোর জন্য ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির নির্বাচন কমিশন ইতোমধ্যে নিশ্চিত করেছে, ভোটকেন্দ্রের অবস্থা তারা রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে সরাসরি সম্প্রচার করবে।
সূত্র : আইএনআরএ