প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১৬:২২ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪ ১৬:২৫ পিএম
ভারতের ওড়িশার প্রথম নারী বিধায়ক সোফিয়া ফিরদৌস। ছবি : সংগৃহীত
ভারতের ওড়িশা প্রদেশের ইতিহাসে প্রথম মুসলিম নারী বিধায়ক হয়ে ইতিহাস গড়েছেন সোফিয়া ফিরদৌস। গত ৪ জুন ওড়িশা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হলে তাতে বরাবতি-কটক আসনে জয় লাভ করেন মাত্র ৩২ বছর বয়সী সোফিয়া।
সোফিয়া বিজেপির পূর্ণা চন্দ্র মহাপাত্রকে বরাবতি-কটাক আসলে প্রায় ৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এ আসনে ভোটে তৃতীয় হয়েছেন বিজু জনতা দলের (বিজেডি) প্রকাশ চন্দ্র বেহেরা।
সোফিয়া কংগ্রেসের প্রবীণ নেতা মোহাম্মদ মোকিমের মেয়ে। তিনিই আগে সোফিয়ার সিটের বিধায়ক ছিলেন। কিন্তু নির্বাচনের প্রায় মাসখানেক আগে একটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তিনি বিধানসভা নির্বাচনের জন্য অযোগ্য হয়ে যান। এর পরিপ্রেক্ষিতে এ আসন থেকে সোফিয়া লড়বেন বলে কংগ্রেস থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ।
সোফিয়া ম্যানেজমেন্ট ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছেন। নির্বাচনে পদার্পন করার আগে তিনি তার বাবার মেট্রো বিল্ডার্স কোম্পানির পরিচালক ছিলেন। তিনি কনফেডারেশন অব রিয়েল এস্টেট ডেভেলপারস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (ক্রেডাই) এর ভুবনেশ্বর ইউনিটের সঙ্গেও যুক্ত রয়েছেন।
নির্বাচন কমিশনে জমা দেওয়া তার নির্বাচনী হলফনামা অনুযায়ী, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। তার মোট সম্পদের পরিমান প্রায় ৫ কোটি রুপি। আর তার ২৮ লাখ রুপির দায় রয়েছে।
২০১৯ সালের বিধানসভা নির্বাচনে সোফিয়ার বাবা মোকিম বরাবতি-কটক আসনে বিজেডির দেবাশিষ সামন্তরায়কে ২ হাজার ১২৩ ভোটে হারিয়েছিলেন।
২০২৪ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ১৪৭টি আসনের মধ্যে ৭৮টি আসনে জয়লাভ করে ওড়িশায় নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন ২৪ বছরের বিজেডি সরকারের শাসনের অবসান ঘটিয়েছে।
সূত্র : ইন্ডিয়া টুডে