প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১৩:০৪ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪ ১৩:৫৩ পিএম
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ছবি : সংগৃহীত
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।
শনিবার (৮ জুন) ফ্রান্সে রাষ্ট্রীয় সফরে আসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হওয়া এক বৈঠকে মাখোঁ এ আহ্বান জানিয়েছেন।
মাখোঁ একটি যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘নয় মাস যুদ্ধের পর রাফার অবস্থা ও যে পরিমাণে প্রাণহানি হয়েছে তা অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক সম্প্রদায়গুলো কয়েক মাস ধরে মানবিক সহায়তা পাঠানোর জন্য সবগুলো ক্রসিং পয়েন্ট খুলে দেওয়ার দাবি করে আসছে। কিন্তু তাদের এ দাবি সত্ত্বেও যে ইসরায়েল মানবিক সহায়তা পাঠানোর সবগুলো ক্রসিং পয়েন্ট খুলছে না, তা অসহনীয়।’
বাইডেন জানিয়েছেন, তারা সব জিম্মিকে তাদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য ও গাজায় যুদ্ধবিরতির জন্য কাজ চালিয়ে যাবেন।
শনিবার মধ্য গাজায় চারজন জিম্মিকে উদ্ধার করার বিনিময়ে ২১০ জনেরও বেশি বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী।
এদিকে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, মধ্য গাজায় চারজন জিম্মিকে মুক্ত করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর চালানো অভিযানে বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মি নিহত হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় ৪ হাজারের মতো। হামাস জিম্মি করে ২৪০ থেকে ২৫৩ জনকে।
চার জিম্মিকে উদ্ধার করার পর ইসরায়েলি বাহিনী ধারণা করছে, হামাসের হাতে এখনও প্রায় ১২০ জন জিম্মি আছে। এও ধারণা করা হচ্ছে যে, জিম্মিদের মধ্যে ৪৩ জন নিহত হয়েছে।
হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় এখন পর্যন্ত ৩৬ হাজার ৮০১ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮৩ হাজার ৬৮০ জন।