প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১১:৪৩ এএম
আপডেট : ০৯ জুন ২০২৪ ১২:৫৬ পিএম
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে এখনও আমন্ত্রণ জানানো হয়নি তৃণমূল কংগ্রেসকে।
তৃণমূল সংসদীয় দলের বৈঠকের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার (৮ জুন) বলেছেন, ‘আমি এখনও শপথগ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ পাইনি। আমন্ত্রণ পেলেও আমি সেখানে যাব না।’
তিনি জানান, তার পার্টি তৃণমূল কংগ্রেস নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেবে না।
রবিবারের শপথগ্রহণ অনুষ্ঠানের বিষয়ে মমতা বলেছেন, ‘বিজেপি অগণতান্ত্রিকভাবে ও বেআইনিভাবে সরকার গঠন করছে। তাই আমরা এ সরকারকে শুভকামনা জানাতে পারি না।’
তিনি আরও বলেন, ‘হয়তো ইন্ডিয়া ব্লক এখনই সরকার গঠনের দাবি জানাচ্ছে না। কিন্তু তার মানে এই নয় যে, আগামীতেও দাবি জানাবে না। কেন্দ্রে এই অস্থিতিশীল ও দুর্বল সরকারকে ক্ষমতা হারাতে দেখলে আমি খুশি হব। আসুন কিছু সময়ের জন্য অপেক্ষা করি।’
মমতা ঘোষণা করেছেন যে, তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের সভাপতি নির্বাচিত হয়েছেন।
সূত্র : এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস