প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ০৮:৫৬ এএম
আপডেট : ০৯ জুন ২০২৪ ১০:৩৭ এএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো আজ শপথ গ্রহণ করবেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি।
রবিবার (৯ জুন) নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাত ৭ টা ১৫ মিনিটের দিকে মোদি ও তার মন্ত্রী পরিষদ শপথ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
মোদির এ শপথ গ্রহণ অনুষ্ঠানে বেশকয়েকটি প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু, সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার যুগনাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল ‘প্রচণ্ড’ ও ভুটানের প্রদানমন্ত্রী শেরিং তোবগে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন। তাছাড়া বেশ কয়েকজন বিদেশী বিশিষ্ট ব্যক্তিরাও এতে যোগ দিবেন।
এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেশেলসের ভাইস প্রেসিডেন্ট শনিবারই ভারতে পৌঁছে গিয়েছেন। বাকিরা রবিবার পৌঁছাবেন।
এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৮ হাজার মানুষ উপস্থিত থাকবেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি, এই নেতারা একই সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজসভায় অংশ নেবেন।
ভারতের সংসদের নিম্নকক্ষ অর্থাৎ, লোকসভা নির্বাচনে সরকার গঠনের জন্য ২৭২ টি আসন দরকার। টানা দুইবার বিজেপি এককভাবেই সে পরিমান আসন পেয়ে সরকার গঠন করে আসছে। কিন্তু এবার ২৪০ টি আসনে জয় লাভ করেছে বিজেপি। অর্থাৎ,৩২ আসন কম রয়েছে। তাই জোট সরকার গঠনের দিকে পা দিচ্ছে মোদির বিজেপি। জোট সরকারের প্রধান হতে চলেছেন মোদি।
তৃতীয়বারের মতো সরকার গঠনের ক্ষেত্রে মোদিকে তার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) অংশীদার এন চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমারের সমর্থনের ওপর নির্ভর করবে। লোকসভা নির্বাচনে তাদের দুইজনের দল মোট ২৮ টি আসনে জয় লাভ করেছে।