× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানবন্দরে কঙ্গনাকে চড় কেন মারলেন নারী কনস্টেবল?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুন ২০২৪ ১২:৪৫ পিএম

আপডেট : ০৭ জুন ২০২৪ ১৩:৩৯ পিএম

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নবনির্বাচিত সদস্য কঙ্গনা রানাউত (বাঁ দিকে) ও নারী কনস্টেবল কুলবিন্দর কৌর। ছবি : সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নবনির্বাচিত সদস্য কঙ্গনা রানাউত (বাঁ দিকে) ও নারী কনস্টেবল কুলবিন্দর কৌর। ছবি : সংগৃহীত

ণ্ডীগড় বিমানবন্দরে ভারতের অভিনেত্রী ও লোকসভায় বিজেপির নবনির্বাচিত সদস্য কঙ্গনা রানাউতকে কষে চড় মেরেছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর  এক নারী নিরাপত্তা কর্মকর্তা। বৃহস্পতিবার (৬ জুন) কঙ্গনা দিল্লিতে যাওয়ার জন্য বিমানবন্দরে চেক-ইন কাউন্টারে পৌঁছালে এ ঘটনাটি ঘটে।

অভিযুক্ত নারী কনস্টেবলের নাম কুলবিন্দর কৌর। তিনি একটি কৃষক পরিবারের সন্তান। ২০২০ সালে কৃষক আন্দোলন চলাকালে কঙ্গনা কৃষকদের অসম্মান করে একটি পোস্ট দিয়েছিলেন। তখন সেই কৃষক আন্দোলনে কৌরের মাও ছিলেন। কৃষক আন্দোলনের সময় কঙ্গনার করা সে পোস্টের বিতর্কিত মন্তব্যের জন্য তার মনে ক্ষোভ জমে ছিল। তাই কঙ্গনাকে চড় মেরে মাকে অপমান করার প্রতিশোধ নিয়েছেন তিনি। 

কৌর বলেন, ‘তিনি (কঙ্গনা) একটি বিবৃতি দিয়েছিলেন… সেখানে বলেছিলেন কৃষকরা এখানে বসে আছে ১০০ টাকার জন্য। তিনিও কি সেখানে যাবেন ও তাদের সঙ্গে ১০০ টাকার জন্য বসবেন? আমার মাও সেখানে বসে প্রতিবাদ করছিলেন যখন তিনি এ বিবৃতিটি দিয়েছিলেন।’ তিনি জানিয়েছেন, কঙ্গনা রানাউতের কৃষকদের অসম্মান করে দেওয়া এ পোস্টেরই প্রতিক্রিয়া করেছেন।

কৌরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশি মামলাও হয়েছে।

কঙ্গনা এবারের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি আসনে জয় লাভ করেন।

দিল্লি পৌঁছে কঙ্গনা সমাজমাধ্যম এক্সের এক পোস্টে বলেছেন, ‘এ ঘটনাটি নিরাপত্তা চেক-ইনে ঘটেছে। নারী নিরাপত্তা কর্মীটি আমার জন্য অপেক্ষা করছিলেন। আমি সেখানে যাওয়ার পরপরই তিনি আমাকে আঘাত করতে শুরু করেন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তিনি কেন আমাকে আঘাত করলেন। তিনি বললেন “আমি কৃষকদের সমর্থন করি।” আমি নিরাপদ আছি। কিন্তু পাঞ্জাবে সন্ত্রাসবাদ যেভাবে বেড়ে চলেছে তা নিয়ে আমি উদ্বিগ্ন।’

এ ঘটনার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যেখানে কঙ্গনাকে চেক-ইন কাউন্টারে নিয়ে যাওয়ার পর বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হতে দেখা গেছে। কিন্তু সেখানে কঙ্গনাকে চড় খেতে দেখা যাচ্ছে না।

হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি বলেছেন, ‘ঘটনার তদন্ত হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এটা সত্যিই দুঃখের বিষয় যে একজন নিরাপত্তাকর্মী এ ঘটনায় জড়িত; যা-ই ঘটেছে তা ঠিক হয়নি।’

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা