× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোদির শপথগ্রহণ পর্যন্ত দিল্লিতেই থাকতে পারেন নীতীশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুন ২০২৪ ১০:৩৪ এএম

আপডেট : ০৭ জুন ২০২৪ ১১:১৪ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (বাঁ দিকে) ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (বাঁ দিকে) ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ছবি : সংগৃহীত

নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করা অবধি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দিল্লিতেই অবস্থান করতে পারেন। বৃহস্পতিবার (৬ জুন) নীতীশের জনতা দলের (সংযুক্ত-জেডিইউ) একাধিক সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার (৮ জুন) তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ করার কথা। কিন্তু তা পিছিয়ে রবিবারে যাওয়ার সম্ভাবনাও বিরাজ করছে।

সূত্রমতে, নীতীশ কুমার নতুন সরকারে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রক পাওয়ার আশা করছেন। এদিকে তেলেগু দেশম পার্টি (টিডিপি) লোকসভায় স্পিকারের পদটি নিশ্চিত করতে চাচ্ছে। কিন্তু এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বিজেপি।

বুধবার এনডিএ নরেন্দ্র মোদিকে তাদের নেতা নির্বাচন করেছে। কেন্দ্রে সরকার গঠনের দাবি জানাতে নরেন্দ্র মোদি ৭ জুন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে যাবেন।

সূত্রের মাধ্যমে জানা গেছে, প্রেসিডেন্টের কাছে দাবি জানানোর আগে এনডিএ’র নেতাদের মধ্যে সরকার গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বিশেষ করে টিডিপি নেতা এন চন্দ্রবাবু নাইডু ও জেডিইউর নেতা নীতীশ কুমারের মধ্যে।

এ দাবি জানানো নিয়ে বিজেপিপ্রধান জেপি নাড্ডা তার বাসভবনে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে এনডিএ’র নেতাদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেন। এ বৈঠকে অমিত শাহ, রাজনাথ সিং, দলের জাতীয় সাধারণ সম্পাদক বিএল সান্তোষসহ অন্য প্রবীণ নেতারাও উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) ২৯২টি আসন পেয়েছে। তার মধ্যে বিজেপি এককভাবে পেয়েছে ২৪০টি। যার ফলে বিজেপি এবার এককভাবে সরকার গঠন করতে পারবে না। জোট সরকার গঠন করতে হবে। অথচ গতবার বিজেপি একাই ২৭২টির বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল।

অন্যদিকে বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া পেয়েছে ২৩৪ আসন। এর মধ্যে কংগ্রেস এককভাবে ৯৯টিতে জয় পেয়েছে।

সূত্র : ইন্ডিয়া টুডে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা