প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ মে ২০২৪ ২২:২৬ পিএম
গাজার রাফায় আশ্রয়শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন রাষ্ট্র এবং বিশ্ব সংস্থাগুলো। এ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগও উঠেছে।
ফিলিস্তিনের প্রেসিডেন্টের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি দখলদার বাহিনীর এই জঘন্য গণহত্যার ঘটনা সব বৈধ আন্তর্জাতিক রেজল্যুশনকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।’
সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) বলেছে, গাজা যে ‘পৃথিবীর নরকে’ পরিণত হয়েছে, তা ওই ছবিগুলো আরও একবার প্রামাণ করেছে।
গত রবিবার রাফার তাল এস-সুলতানে বাস্তুচ্যুতদের জন্য তৈরি আশ্রয়শিবিরে ইসরায়েলের বোমা হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি দগ্ধ হয়ে নিহত হয়েছে। এ ছাড়া অনেকে আহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের কর্মকর্তারা।
আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে ওই হামলাকে উল্লেখ করে কাতার বলছে, গাজায় মানবিক সংকট আরও চরম আকার ধারণ করবে। এই হামলা যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।
‘ইচ্ছাকৃতভাবে বোমা’ হামলা চালানোর ঘটনায় নিন্দা জানিয়ে মিসর বলছে, ‘রাফায় অবিলম্বে অভিযান বন্ধের যে নির্দেশ আন্তর্জাতিক বিচার আদালত দিয়েছে তা ইসরায়েলকে দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানানো হচ্ছে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বরোচিত ওই হামলা বন্ধে যা কিছু করা প্রয়োজন সবই করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, ‘মানবতার সঙ্গে সম্পর্কহীন এই বর্বর ও খুনিদের জবাবদিহির জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব।’
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, আশ্রয়শিবিরে হামলার ব্যাপকতা আরও বেশি, কেননা এটি হয়েছে আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশনার পর। আদালত ওই নির্দেশনায় রাফায় দ্রুত অভিযান বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন।
আয়ারল্যান্ডে পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, ‘ওই হামলা যেন বর্বরতাকেও ছাড়িয়ে গেছে। রাফায় সামরিক অভিযান বন্ধে এখনই কার্যকর ব্যবস্থা নিতে ইসরায়েলের প্রতি আমরা আহ্বান জানাই।’
বিশ্বের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের লঙ্ঘন হিসেবে ওই হামলাকে উল্লেখ করে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ ইডে বলেছেন, ‘রাফায় ইসরায়েলি হামলা বন্ধে একটি অবশ্যই পালনীয় আদেশ আমরা আন্তর্জাতিক বিচার আদালত থেকে পেয়েছি।’
যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন রাফা ক্যাম্পে ইসরায়েলের বোমা হামলাকে ‘মানবতার এক ভয়ংকর ব্যর্থতা’ বলে অভিহিত করেছেন। কড়া সমালোচনা করে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেটো বলেছেন, ইসরায়েলি হামলা আর সমর্থনযোগ্য নয়। সূত্র : আলজাজিরা