যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস ও কেন্টাকিতে শক্তিশালী টর্নেডো ও ঝড়ের আঘাতে দুই শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
ঝড়ে বাড়িঘর ও একটি ট্রাক স্টপ ধ্বংস হয়ে গেছে।
জরুরি ব্যবস্থার কাউন্টিপ্রধান জনি জানজেন তুলসার ফক্স নিউজকে বলেছেন, ‘শনিবার গভীর রাতে ওকলাহোমার মায়েস কাউন্টিতে টর্নেডো আঘাত হেনেছে। এতে দুজন নিহত হয়েছে।’
উত্তর আরকানসাসে রবিবার ভোরে ঝড় হয়েছে। এতে পাঁচজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানিয়েছেন, লুইসভিলে ঝড়ে একজন নিহত হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাতে একটি টর্নেডোর আঘাতে ওকলাহোমার সীমান্তের কাছে টেক্সাসের কুক কাউন্টিতে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
কুক কাউন্টির শেরিফ রে স্যাপিংটন প্রেস নিউজ এজন্সিকে বলেছেন, ‘নিহতের মধ্যে একটি দুই বছরের ও একটি পাঁচ বছরের শিশুও রয়েছে।
শেরিফ আরও বলেছেন, ‘এটি ধ্বংসযজ্ঞের একটি নমুনা মাত্র। ধ্বংসযজ্ঞটি বেশ গুরুতর।’