× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চম বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভ্লাদিমির পুতিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৪ ১৬:৪৬ পিএম

আপডেট : ০৭ মে ২০২৪ ১৭:২৮ পিএম

মঙ্গলবার (৭ মে) গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

মঙ্গলবার (৭ মে) গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ভ্লাদিমির পুতিন মঙ্গলবার পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (৭ মে) দুপুরে তিনি আগামী ছয় বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। 

সাংবিধানিক আদালতের প্রধান ভ্যালেরি জোরকিনের নেতৃত্বে পুতিন আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

এক সংক্ষিপ্ত ভাষণে পুতিন ইউক্রেনে চলমান সংঘাতের মধ্যে জাতীয় ঐক্যের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে হাজার হাজার প্রাণ ঝরে গিয়েছে। মস্কোকে পশ্চিমা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে এ যুদ্ধ। 

তিনি বলেছেন, ‘আমরা একটি ঐক্যবদ্ধ ও মহান জাতি। আমরা একসঙ্গে সব বাধা অতিক্রম করব। যা পরিকল্পনা করেছি তা বাস্তবায়ন করব। একসঙ্গে আমরা জিতব।’

রাষ্ট্রপতির শপথের পাঠ্য উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করছি যে, আমি রাশিয়ার জনগণের স্বার্থ ও নিরাপত্তাকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দেওয়া অব্যাহত রাখব।’ 

৭১ বছর বয়সি এ নেতা দুই দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় আছেন। ১৯৯৯ সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন তিনি। নির্বাচনে জয়লাভের পর মার্চে তিনি প্রেসিডেন্ট হিসেবে আরও ছয় বছরের মেয়াদ নিশ্চিত করেন। ২০২৪ সালে পুতিনের সাংবিধানিকভাবে পদত্যাগের বাধ্যবাধকতা থাকলেও ২০২০ সালে রাশিয়ার সংবিধানে পরিবর্তন তার রাষ্ট্রপতির মেয়াদের সীমা ‘পুনঃনির্ধারণ’ করে। যা তাকে ২০৩০ সাল পর্যন্ত পদে বহাল থাকার অনুমতি দেয়।

মঙ্গলবারের জমকালো অনুষ্ঠানটি গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদে অনুষ্ঠিত হয়েছে। সেখানে রাশিয়ার সরকারী কর্মকর্তা, সংসদ সদস্য ও ব্যবসায়ী ব্যক্তিত্বসহ শত শত অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদেশি অতিথিরাও উপস্থিত ছিলেন। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলও এ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

রাশিয়া জানিয়েছে, শপথ অনুষ্ঠানে তারা মস্কোয় নিযুক্ত সমস্ত বিদেশি রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের পাশাপাশি ২০টি ইইউ সদস্য দেশ এ শপথ অনুষ্ঠানে কোনো প্রতিনিধি পাঠাতে অস্বীকৃতি জানিয়ে ইভেন্টটি বয়কট করেছে। 

সূত্র : দ্য মস্কো টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা