× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হঠাৎ আড়ালে ঐশী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৪ ১০:০৩ এএম

জান্নাতুল ফেরদৌস ঐশী।

জান্নাতুল ফেরদৌস ঐশী।

২০১৮ সালের মিস বাংলাদেশ নির্বাচিত হয়ে শোবিজে সবার নজর কাড়েন জান্নাতুল ফেরদৌস ঐশী। বিশ্ব সুন্দরীর মূল আসরে সাফল্য না এলেও গ্ল্যামার আর বুদ্ধিমত্তা দিয়ে ক্যারিয়ারটা বেশ ভালোই শুরু করেছিলেন বরিশালের এই সুন্দরী। মডেলিংয়ের পাশাপাশি সিনেমাতেও সরব হয়েছিলেন। তার অভিনীত ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি পেয়ে আলোচনায় এসেছে। ‘রাত জাগা ফুল’ ও ‘আদম’ সিনেমা দিয়েও অভিনয়ের প্রশংসা পেয়েছেন তিনি। তবে হঠাৎ করেই যেন উড়তে থাকা ঐশীর ক্যারিয়ারের ঘুড়ির সুতা কেটে গেছে। দূর অজানায় উড়ে অচিন মেঘের আড়ালে হারিয়ে গেলেন তিনি! তিনি নেই কোনো খবরে, নেই আলোচনাতেও।

কেন এভাবে চুপসে গেলেন এত সম্ভাবনার এই তরুণ তুর্কী? সেই প্রশ্নের উত্তর জানতে যোগাযোগ করা হলে মোবাইল ফোনে তার সাড়া মেলেনি। তবে

সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘অনেক কাজের কথাই হয়। কিন্তু ব্যাটে-বলে না মেলায় করা হচ্ছে না। পাশাপাশি পড়াশোনার চাপ তো রয়েছেই। তাই আপাতত পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকছি।’

জান্নাতুল ফেরদৌস ঐশী

ঐশীর মুক্তি পাওয়া সর্বশেষ ছবি ‘আদম’-এর পরিচালক আবু তাওহীদ হিরণ ১৫ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এটিই ছিল পরিচালকের প্রথম ছবি। হিরণকে নিয়ে সম্প্রতি কিছু গণমাধ্যমে স্মৃতিচারণা করেছেন ঐশী। তিনি বলেন, ‘খবরটা শুনে হতবাক হয়ে গিয়েছিলাম। এত অল্প বয়সে এভাবে চলে যাবেন ভাবতে পারিনি। আমার ভীষণ আফসোস হচ্ছে, ‘আদম’-এর প্রচারণার পর আসলে তার সঙ্গে আমার আর যোগাযোগ হয়নি। এই ভেবে এখন খুব খারাপ লাগছে। আসলে পরিচিত সবার সঙ্গেই যোগাযোগ রাখা উচিত, কে কখন পৃথিবী ছেড়ে চলে যায় তা বলা যায় না। মানুষ হিসেবে তিনি বেশ উদ্যমী ছিলেন, ছিলেন ভীষণ আত্মবিশ্বাসী।’

এদিকে মুক্তির অপেক্ষায় আছে ঐশী অভিনীত ‘নূর’। এটির অন্যতম প্রযোজক ও নায়ক আরিফিন শুভ। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি অনেক দিন ধরেই আটকে আছে। মাঝে মাঝে শোনা যায় ছবিটি মুক্তির আলোয় নাও আসতে পারে। সে নিয়েও গণমাধ্যমে মুখ খুলেছেন ঐশী। খানিকটা হতাশাও প্রকাশ করেছেন তিনি। তার ভাষ্য, ‘আমি একজন অভিনেত্রী, আমার কাজ অভিনয় করা। ডাবিংটাও করে দিয়েছি। কিন্তু এখন কেন মুক্তি পাচ্ছে না, সেটা তো আমার জানার কথা নয়। রাফি ভাই ব্যস্ত মানুষ, আমিও ব্যস্ত নিজের কাজে। এই ছবির ভবিষ্যৎ নিয়ে আমাদের মধ্যে কথাবার্তা হয় না। শুভ ভাই (আরিফিন শুভ) এই ছবির অন্যতম প্রযোজক ও নায়ক। তিনিও কেন নীরব আছেন জানি না। হয়তো ভালো সময়ের অপেক্ষায় আছেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, সামনে নতুন ছবির প্রস্তুতি নিচ্ছেন ঐশী। প্রযোজক সংস্থার কথা মেনে এ বিষয়ে কিছু বলতে চান না তিনি। নিজেকে তৈরি করছেন ছবিটির জন্য। বিশাল ক্যানভাসের সিনেমাটি ঐশীর ক্যারিয়ারে গতি এনে দেবে বলে মনে করছেন অনেকে। ওটিটিতেও কাজের অফার রয়েছে ঐশীর। দুই বাংলাতেই দেখা যেতে পারে তাকে। তবে সেগুলো কবে কখন, তা নিশ্চিত নয়। আপাতত বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে নিজের ব্যস্ততা উপভোগ করে যাচ্ছেন তিনি। সঙ্গে পড়াশোনার চাপ তো রয়েছেই। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা