× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাম্বুলেন্সে এসে ভোট দিলেন ইব্রাহিম

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৪ ১৮:১৯ পিএম

আপডেট : ০৮ মে ২০২৪ ১৯:০০ পিএম

হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ভোট দিতে এসেছেন ইব্রাহিম। প্রবা ফটো

হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ভোট দিতে এসেছেন ইব্রাহিম। প্রবা ফটো

ভোটগ্রহণের শেষ সময়ে হরিপুর উপজেলায় হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়কেন্দ্রে অ্যাম্বুলেন্সে এসে ইব্রাহিম নামে এক ভোটার ভোট দিয়েছেন। বুধবার (৮ মে) তিনি বেলা ৩টা ৫৫ মিনিটে কেন্দ্রে আসেন। পরে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সিলসহ মাঠে গিয়ে তার ভোট নেন।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা ইব্রাহিম কয়েকদিন আগে স্ট্রোক করলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে তিনি জানতে পারেন ৮ মে উপজেলায় নির্বাচন হচ্ছে। তখন তিনি স্ত্রীর কাছে তার ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরে তার ছেলে এবং স্ত্রী মিলে রংপুর থেকে তাকে হরিপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে নিয়ে আসেন। 

অসুস্থ ইব্রাহিম বলেন, ‘আমার বয়স এখন ৭০। বাঁচি কি মরি, তাই আমার খুব ইচ্ছা ছিল ভোট দেওয়ার। পরিবারের কাছে জানাই এবং তারা আমাকে ভোট দিতে এনেছেন। ভোট দিতে পেরে আমি মহাখুশি।’

ইব্রাহীম আলমের ছেলে রবিউল ইসলাম বলেন, ‘৬ দিন আগে আব্বা স্ট্রোক করে দিনাজপুর হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল কিছুটা সুস্থ হওয়ার পর বললেন মরার আগে ভোটটা দিতে চায়। সে কারণে সরাসরি হাসপাতাল থেকে কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।’ 

হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার আনোয়ার ইসলাম বলেন, একজন ব্যক্তি অ্যাম্বুলেন্সে করে ভোট দিতে এসেছেন জানতে পেরে তখনই আমরা তাকে সহযোগিতা করি। তিনি শারীরিকভাবে অসুস্থ, হাঁটাচলা করতে পারছেন না। তবে তিনি স্বাভাবিক রয়েছেন। সে কারণে তার সন্তানকে সঙ্গে রেখে তাকে ভোটাধিকার প্রদানের সুযোগ দেওয়া হয়েছে। ভোট দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের কাছে সব ধরনের কাগজ এবং সিলসহ নিয়ে যাই। পরবর্তীতে তিনি সেখানেই ভোট দেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা