× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নলকূপ বসাতে গিয়ে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ‘গুপ্তধন’

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৪ ১৮:০৪ পিএম

ঈশ্বরগঞ্জে নলকূপ বসাতে গিয়ে মাটির নিচ থেকে ৭৭টি প্রাচীন যুগের মুদ্রা পাওয়া যায়। প্রবা ফটো

ঈশ্বরগঞ্জে নলকূপ বসাতে গিয়ে মাটির নিচ থেকে ৭৭টি প্রাচীন যুগের মুদ্রা পাওয়া যায়। প্রবা ফটো

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নলকূপ বসাতে গিয়ে মাটির নিচে একটি পাত্রের সন্ধান পাওয়া যায়। পাত্র ভেঙে ৭৭টি প্রাচীন যুগের মুদ্রা পাওয়া গেছে। যা গুপ্তধন বলে দাবি করছেন স্থানীয়রা। বুধবার (৮ মে) সকালে ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটি গ্রামে সানু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে সানু মিয়ার বাড়িতে টিউবওয়েল বসাতে আসেন গৌরিপুর উপজেলার বেতান্দর গ্রামের মজিবুর রহমান, রফিকুল এবং শামীম। গর্ত করার সময় মজিবুর রহমান একটি মাটির পাত্র দেখতে পান। পাত্রটি উঠিয়ে ভাঙ্গার পর প্রাচীন যুগের বেশ কিছু মুদ্রা পাওয়া যায়। পরে পুলিশের সহায়তায় সেগুলো উদ্ধার করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন।

সাবেক পৌর কাউন্সিলর আবুল কাশেম তালুকদার বলেন, ‘গুণে দেখছি ৭৭টি রুপার মুদ্রা। এগুলো যেহেতু প্রাচীন মুদ্রা সেজন্য সরকারের কাছে হস্তান্তর করব। মুদ্রার গায়ের লেখা দেখে অনেকেই ধারণা করছেন এগুলো মূল্যবান মুদ্রা। ব্রিটিশ শাসনামলে তৈরি বেঙ্গল প্রেসিডেন্সির কয়েন।’

সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন জানান, থানা পুলিশের সহযোগিতায় মুদ্রাগুলো উদ্ধার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জেলা ম্যাজিস্ট্রেট এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা