× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা পরিষদ নির্বাচন

পাঁচ ঘণ্টায় ভোট পড়ল সাতটি!

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৮ মে ২০২৪ ১৫:৪৮ পিএম

আপডেট : ০৮ মে ২০২৪ ১৬:২৩ পিএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দি উচ্চ বিদ্যালয়কেন্দ্রে নেই ভোটার উপস্থিতি। প্রবা ফটো

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দি উচ্চ বিদ্যালয়কেন্দ্রে নেই ভোটার উপস্থিতি। প্রবা ফটো

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দি উচ্চ বিদ্যালয়কেন্দ্রে নেই ভোটার উপস্থিতি। বুধবার (৮ মে) দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রটির পশ্চিম পাশের স্কুল ভবনের (নিচতলা) তিন নম্বর কক্ষটিতে ভোট পড়েছে মাত্র সাতটি। ওই ভোটকক্ষে নিয়োজিত এজেন্ট জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা যায়, কেন্দ্রটির পশ্চিম পাশের স্কুল ভবনের (নিচতলা) তিন নম্বর কক্ষটিতে দুজন ভোটগ্রহণ কর্মকর্তা আছেন। আর সেই কক্ষে নিয়োজিত বিভিন্ন প্রার্থীর এজেন্টরা বাইরে দাঁড়িয়ে আছেন। ওই কক্ষের এজেন্ট জাহাঙ্গীর আলম বলেন, ‘দুপুর ১২টা পর্যন্ত সাত ভোট সংগ্রহ হয়েছে। এখন দুপুর দেড়টা। এর মধ্যে আর কোনো ভোটার আসেননি। সব মিলিয়ে এ বুথে সাত ভোটই পড়েছে।’

এতো কম ভোট সংগ্রহের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সকালে বৃষ্টি পড়ায় ভোটাররা কেন্দ্রে আসেনি। দুপুরের দিকে ভোটার বাড়বে মনে করেছিলাম। তবে এখনও তো আসছে না। ভোটারদের ভোটের প্রতি অনীহা দেখা যাচ্ছে।’ তবে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করেন তিনি।

কেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) ও কেন্দ্র ইনচার্জ আবদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কেন্দ্রের ভেতরে বাইরে কোনো ঝামেলা নাই। ভোটার উপস্থিতিও নাই।’

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. জসীম উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আটটি বুথের এ কেন্দ্রে দুপুর দেড়টা পর্যন্ত সাড়ে তিনশ ভোটের মতো কাস্ট হয়েছে। ভোটারদের উপস্থিতি খুবই কম। ভোটাররা কেন আসছে সেটা আমার জানা নাই। তবে ভোটের প্রতি মানুষ কেন জানি অনিহা। নয়তো এতো কম ভোটার হচ্ছে কেন!’

মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান এবং একই কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এনায়েত হোসেন নয়, ফেরদৌস হোসেন, মোহাম্মদ মোস্তফা ও উত্তম কুমার শর্মা। তারা পাঁচজনই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত। এ ছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থীরা হলেন- সালাউদ্দিন আহমদ, সাইফুল ইসলাম, মো. সাইফুল আলম ও মোহাম্মদ সেলিম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, বিবি কুলছুমা চম্পা ও উম্মে কুলসুম কলি।

এ উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ১১৩টি এবং মোট ভোটার তিন লাখ ৭২ হাজার ২৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৭২০ জন ও মহিলা ভোটার ১ লাখ ৭৯ হাজার ৫৩৫ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা