× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে তিন উপজেলায় চলছে ভোট, নেই ভোটারদের লাইন

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৮ মে ২০২৪ ১২:৫৯ পিএম

আপডেট : ০৮ মে ২০২৪ ১৩:১১ পিএম

কিশোরগঞ্জের ভোটকেন্দ্রে ভোটার নেই। প্রবা ফটো

কিশোরগঞ্জের ভোটকেন্দ্রে ভোটার নেই। প্রবা ফটো

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কিশোরগঞ্জের তিনটি উপজেলায় ভোটগ্রহণ চলছে। বুধবার (৮ মে) সকাল ৮টায় তিনটি উপজেলার ১৪৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। তিনটি উপজেলায় ভোটাধিকার প্রয়োগ করবে ৭ লাখ ৪৬ হাজার ৬৫৪ জন।

ভরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিশোরগঞ্জ সদর, গাইটাল আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ নম্বর কিশোরগঞ্জ পৌরসভা, চালিয়াগোপ (১) সরকারি প্রাথিমক বিদ্যালয়, লক্ষীয়া উচ্চ বিদ্যালয়, লক্ষীয়া, পাকুন্দিয়া পৌরসভা, যাইটকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুন্দিয়া, চরকাটিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরকাটিহারী, হোসেনপুর, চরবিশ্বনাথপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোসেনপুর চরবিশ্বনাথপুরসহ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে ভোটার উপস্থিতি কম। কয়েকজন করে ভোটার আসছেন এবং নির্বিঘ্নে ভোট দিয়ে যাচ্ছেন। কোনো কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়নি। ভোটকেন্দ্রে আগতদের মধ্যে পুরুষের তুলনায় নারীদের উপস্থিত একেবারের কম দেখা গেছে। 

জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রতিটি কেন্দ্রে যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট শেষ করতে সব প্রস্তুতি রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা