× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে ফার্মেসি থেকে চিকিৎসা নেন ৮২ ভাগ নিম্ন আয়ের মানুষ

রংপুর অফিস

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ২০:১৪ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪ ২০:৩৫ পিএম

নগরীর এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে নগর স্বাস্থ্যসেবায় জবাবদিহি (এরাইজ) প্রকল্পের আঞ্চলিক মতবিনিময় সভায় বক্তব্য দেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রবা ফটো

নগরীর এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে নগর স্বাস্থ্যসেবায় জবাবদিহি (এরাইজ) প্রকল্পের আঞ্চলিক মতবিনিময় সভায় বক্তব্য দেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রবা ফটো

রংপুর নগরীর নিম্ন আয়ের ঘনবসতিপূর্ণ এলাকার শতকরা ৮২ দশমিক ৫ ভাগ মানুষ ওষুধের দোকান থেকে চিকিৎসাসেবা নেন। বাড়ির পার্শ্ববর্তী ফার্মেসি থেকে জ্বর, মাথা ব্যথাসহ বিভিন্ন রোগে ওষুধের মাধ্যমে তারা চিকিৎসা চালায়। এ ছাড়া চিকিৎসা নিতে সরকারি হাসপাতালে যান শতকরা ৬৯ দশমিক ২ ভাগ, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে শতকরা ৩৩ দশমিক ৩ ভাগ, এনজিও ক্লিনিকে ৪ দশমিক ৬ ভাগ এবং কবিরাজি চিকিৎসা করান শতকরা ৩ ভাগ মানুষ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে নগরীর এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে নগর স্বাস্থ্যসেবায় জবাবদিহি (এরাইজ) প্রকল্পের আঞ্চলিক মতবিনিময় সভায় মাল্টিমিডিয়া উপস্থাপনায় এ তথ্য তুলে ধরেন এরাইজ প্রকল্পের গবেষক নাজিয়া ইসলাম।

তিনি জানান, ২০২৩ সালের জুলাই মাসে রংপুর নগরীর ১৬ থেকে ৩০ নম্বর ওয়ার্ডের ঘনবসতিপূর্ণ এলাকায় জরিপ পরিচালনা করে এরাইজ প্রকল্প। জরিপ মতে, বাড়ি থেকে নিকটবর্তী স্বাস্থ্যসেবা কেন্দ্রে পৌঁছাতে গড়ে ২৫ মিনিট লাগলেও নিম্ন আয়ের মানুষদের আস্থা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওপর। বস্তি এলাকায় বসবাস করার এসব নিম্ন আয়ের মানুষেরা সরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা পাওয়ার নানা চ্যালেঞ্জের কথা জানিয়েছে। এর মধ্যে শতকরা ২৩ দশমিক ৫ ভাগ মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করা, ২৩ দশমিক ৫ ভাগ মানুষ উৎকোচ গ্রহণ, ২২ দশমিক ২ ভাগ মানুষ হয়রানি, ১৫ দশমিক ৯ ভাগ মানুষ অতিরিক্ত চিকিৎসা ব্যয়, ১০ দশমিক ৫ ভাগ মানুষ নোংরা পরিবেশ, ৯ দশমিক ৮ ভাগ মানুষ চিকিৎসা, নার্স ও স্টাফদের দুর্ব্যবহার, ৮ দশমিক ৩ ভাগ মানুষ দুর্বল ব্যবস্থাপনা, ৬ দশমিক ৭ ভাগ মানুষ রেফারেল সিস্টেমের অভাব, ৫ দশমিক ১ ভাগ মানুষ চিকিৎসা ব্যবস্থাপনা, ৪ দশমিক ১ ভাগ মানুষ বেশি দূরত্বে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অবস্থান এবং ২ দশমিক ২ ভাগ মানুষ সেবাদাতাদের সেবা প্রদানে অনীহার কথা তুলে ধরেছেন।

এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ রংপুর আঞ্চলিক ব্যবস্থাপক শাহ মো. আহসান হাবীবের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান ইবনে তাজ, প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশন রংপুরের সাবেক সভাপতি ডা. মফিজুল ইসলাম মান্টু, রংপুর সিটি সার্জন ডা. ওয়াজেদ আলী প্রমুখ।

মতবিনিময় সভায় রংপুর নগরীর নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নগর স্বাস্থ্যকেন্দ্র, বক্ষব্যাধি হাসপাতাল, বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রসহ অন্যান্য প্রতিষ্ঠানের উন্নয়নে নানা সুপারিশমালা তুলে ধরা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা