× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় শিশু হাসপাতাল

রোগীর স্বজনদের মারপিট, দুই আনসার গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ২১:৫৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় শিশু ইনস্টিটিউট হাসপাতালে আনসার সদস্যদের হাতে মারধরের শিকার হয়েছেন এক রোগীর স্বজনরা। শনিবার (১৬ মার্চ) দুপুরের এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা রাতে শের ই বাংলা থানায় মামলা করেছেন। মামলায় আবুল কাশেম ও নুর হোসেন নামের দুই আনসার সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি থেকে নিউমোনিয়া আক্রান্ত এক শিশুকে নিয়ে শনিবার সকালে শিশু হাসপাতালে আসে স্বজনরা। সিট না পাওয়ায় তারা বিষয়টি বাইরে আলোচনা করলে আনসার সদস্যরা টাকার বিনিময়ে সিটের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়। ঘুষ দিয়ে কেন সিট নিতে হবে আপত্তি জানিয়ে এর প্রতিবাদ করে স্বজনরা। পরে ওই অসুস্থ শিশুর স্বজনদের মারপিট করে আনসার সদস্যরা। খবর পেয়ে পুলিশ গিয়ে ৩ জনকে হেফাজতে নেয়। পরে মারধর ও ঘুষ দাবির সঙ্গে সংশ্লিষ্ট দুজনকে আটক করা হয়।

শের ই বাংলা থানার ওসি আহাদ আলী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রোগীর স্বজনদের কাছে ঘুষ চাওয়া এবং মারধরের অভিযোগে মামলা হয়েছে। মামলায় আবুল কাশেম ও নুর হোসেন নামের দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে লিখিতভাবে জানানো হবে।’

অসুস্থ শিশুর খালা শিমা আক্তার বলেন, ‘শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শিশুকে নিয়ে শনিবার সকালেই আগারগাঁও শিশু হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তার দেখে টেস্ট দেয়। টেস্টের রিপোর্টে আসে নিউমোনিয়া। চিকিৎসকের পরামর্শ হাসপাতালে দ্রুত ভর্তি করতে হবে। কিন্তু এই হাসপাতালে সিট নেই। অন্য কোনো হাসপাতালে সিট দেখার কথা বলেন তিনি। বাইরে এসে আমরা কি করা যায় সেটা নিয়ে আলোচনা করছিলাম। সেই মুহূর্তে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার আসে। তারা টাকা দাবি করেন। বলেন, টাকা দিলে সিটের ব্যবস্থা করে দেবেন। এ কথা শুনে আমার পরিবারের ভাই-বোন বলেন, টাকার বিনিময়ে কেন সিট দেবেন। একটা শিশু মুমূর্ষু অবস্থায় আছে। অথচ আপনারা টাকা চান কীভাবে। এরকম করে ঘুষ খেলে তো চলে না। এ কথা বলতেই আমার ছোট ভাই রবিনকে আনসার সদস্যরা মারধর শুরু করে।’

শিমা আরও বলেন, ‘আমার বোন ও মায়ের গায়েও হাত তোলা হয়। অসুস্থ শিশুটিকে পর্যন্ত কোল থেকে মাটিতে ফেলে দেওয়া হয়। আপুর কাছে থাকা ২০ হাজার টাকা, মোবাইল হাওয়া হয়ে গেছে মারামারি, ধাক্কাধাক্কি, ধস্তাধস্তির মধ্যে। পরিস্থিতি বুঝে শেরে বাংলা নগর থানায় খবর দেওয়া হয়। সেখান থেকে পুলিশ টিম আসে। তিনজন আনসারকে থানায় নিয়ে গেছে। আমরা লিখিত অভিযোগ করেছি। থানা থেকে বলেছে বিকালে মামলা করার জন্য। আমরা আর ওই হাসপাতালে চিকিৎসা কিংবা ভর্তির চেষ্টাও করিনি। শিশু আবরাহামকে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এ বিষয়ে আনসার সদর দপ্তর জানিয়েছে, ওই দুই আনসার সদস্য সাধারণ আনসার। তদন্তের মাধ্যমে ওই দুই আনসার সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। দোষী প্রমানিত হলে তাদের চাকরি থেকে অব্যহতি দেওয়া হবে। বিষয়টি তদন্ত করছে আনসার সদর দপ্তর।’

বিভিন্ন সরকারি হাসপাতালে আনসার সদস্যদের বেপরোয়া আচরণের অভিযোগ বেশ পুরোনো। এর আগে জাতীয় হৃদরোগ হাসপাতালে আনসার সদস্যদের মারধরের শিকার হন এক অসুস্থ রোগীর সন্তান। ছেলেকে আটকে রাখায় সময় মতো রক্ত পৌঁছাতে না পারায় বাবা মারা যান। এ ঘটনায় দেশব্যাপি ব্যাপক আলোড়ন তৈরী হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা