× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল

নির্বাহী পরিষদের চেয়ারম্যান হলেন ডা. দিলীপ রায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ২০:২০ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৪ ২১:০৫ পিএম

হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. দিলীপ কুমার রায়।

হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. দিলীপ কুমার রায়।

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে ডা. দিলীপ কুমার রায় নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (১২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বিষয়টি অনুমোদন দিয়েছে।

সম্প্রতি জাতীয় সংসদে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ পাস হয়। ওই আইন পাসের মধ্য দিয়ে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড বিলুপ্ত হয়ে যায়।

ডা. দিলীপ কুমার রায় বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ছিলেন। হোমিওপ্যাথিক বোর্ড বিলুপ্ত হওয়ার পর তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন। কাউন্সিলের রেজিস্ট্রার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. দিলীপ কুমার রায় হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এ খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এর মধ্যে হোমিওপ্যাথিক বোর্ডের নিজস্ব ভবন প্রতিষ্ঠা, বোর্ডের নিজেস্ব ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন, হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষাব্যবস্থাকে জাতীয় স্বাস্থ্যনীতিতে অন্তর্ভুক্তকরণ, হোমিওপ্যাথিক চিকিৎসকদের সরকারি চাকরি প্রদান, বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলোর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সরকারি বেতন-ভাতা প্রদান ও কলেজসমূহের অবকাঠামোর উন্নয়ন হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা