× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হৃদরোগের ১২ হাজার অস্ত্রোপচারের মাইলফলক স্পর্শ ল্যাবএইডের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ২২:১৩ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৪ ২২:৫১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

হৃদরোগ চিকিৎসায় অভাবনীয় সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল। হৃদরোগের ১২ হাজার সফল অস্ত্রোপচারের মাইলফলক স্পর্শ করার মাধ্যমে এ দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।

সফলতা উদযাপন করতে রবিবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘আমরা ছুঁয়েছি আকাশ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে ল্যাবএইডকার্ডিয়াক হাসপাতালের প্রধান সার্জন ড. লুতফর রহমান হৃদরোগ চিকিৎসায় সফলতার আদ্যোপান্ত তুলে ধরেন। 

তিনি বলেন, ১২ হাজার সফল সার্জারির পথপরিক্রমা সহজ ছিল না। কার্ডিয়াক সার্জারি অত্যন্ত সূক্ষ্ম একটি প্রক্রিয়া। এই দীর্ঘ যাত্রায় সারাক্ষণ পাশে পেয়েছি একটি সুদক্ষ টিম এবং ব্যবস্থাপনা পরিচালকের নিরবচ্ছিন্ন সহযোগিতা।

তিনি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. এ এম শামীম বলেন, হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসায় ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল বিরল কৃতিত্ব রেখেছে। বিদেশে যাওয়ার চেয়ে দেশের ভেতরেই এ রোগের সুচিকিৎসার কারণে রোগীদের ভোগান্তি কমেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ এখন হৃদরোগ চিকিৎসায় গর্ব করে। আর এটি সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায়। এ পর্যায়ে হৃদরোগ চিকিৎসায় সংশ্লিষ্ট সবার প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সফলতা উদযাপন অনুষ্ঠানে এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু দেশের কার্ডিয়াক সার্জন ও সেবামানের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশের সার্জনরা সীমিত খরচ ও সীমিত সংখ্যক চিকিৎসা যন্ত্রপাতি নিয়ে যে চিকিৎসাসেবা দেন সেটা পৃথিবীর অন্য কোনো দেশে সম্ভব নয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, একটি সুনির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে মেডিসিন ও স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল সেই কাজটিই করে যাচ্ছে।

উপস্থিত ছিলেন ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ড. জাহাঙ্গীর কবীর। বিশ্বব্যাপী মানবমৃত্যুর একক প্রধান কারণ হিসেবে হৃদরোগের কথা তুলে ধরেন তার বক্তব্যে। ১২ হাজার সফল কার্ডিয়াক সার্জারির মাইলফলক অর্জন করায় ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল এবং ড. লুতফর রহমান ও তার টিমকে অভিনন্দন জানান।

বিএমএর সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা ড. মোস্তফা জালাল মহিউদ্দিন ল্যাবএইড হাসপাতালকে ধন্যবাদ জ্ঞাপন করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ড. এ এম শামীম ও ড. লুতফর রহমান যেভাবে কাজ করে যাচ্ছেন, সেই ধারাবাহিকতায় অন্যান্য সব হাসপাতাল ও চিকিৎসক এগিয়ে এলে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব।

কার্ডিয়াক সার্জন ড. লোকমান হোসাইন বলেন, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে সার্জারির পর সংক্রমণের হার সর্বনিম্ন। তিনি হাসপাতালের সেবাসংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিশ্বমানের সেবা প্রদানের সুযোগ সৃষ্টি করায় ব্যবস্থাপনা পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ সহ দেশের প্রথিতযশা ব্যক্তিবর্গ। সবাইকে নিয়ে ব্যবস্থাপনা পরিচালক ড. এ এম শামীম কেক কেটে সফলতা উদযাপন অনুষ্ঠানের ইতি টানেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা