× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডায়াবেটিস সচেতনতা দিবস আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ০০:১০ এএম

ডায়াবেটিস সচেতনতা দিবস আজ

জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস আজ। ডায়াবেটিক সমিতির (বাডাস) ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও দিবসটি পালিত হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য ‘ডায়াবেটিস প্রতিরোধের এখনই সময়’। দিবসটি উপলক্ষে আজ বুধবার বাডাসের পক্ষ থেকে দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

ডায়াবেটি সচেতনতা দিবস উপলক্ষে সমিতির পক্ষ থেকে ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে ফাস্টফুড পরিহার করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি হাটাচলা ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ডায়াবেটিক সমিতির তথ্য মতে, ১৯৮৫ সালে বিশ্বে তিন কোটি ডায়াবেটিস রোগী ছিল। বর্তমানে তা ৩৭ কোটিতে দাঁড়িয়েছে। গত ৩০ বছরে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ১২ গুণ বেড়েছে। এখনই এই রোগ প্রতিরোধ করা না গেলে ২০৩০ সালের মধ্যে আক্রান্তের  সংখ্যা ৫৫ কোটিতে পৌঁছানোর আশংকা করা হচ্ছে। দেশে বর্তমানে ৮৪ লাখেরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। 

দিবসটি উপলক্ষে আজ আলোচনা সভা, শোভাযাত্রা ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বারডেমের পাশে ওভারব্রিজের নিচ থেকে টেনিস ক্লাবের গেট পর্যন্ত সচেতনতামূলক শ্লোগান সংবলিত প্লাকার্ড হাতে অবস্থান সকাল সাড়ে ৮টায়। দুপুর ২টায় বারডেম মিলনায়েতনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন ।

এর আগে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বারডেম ক্যাম্পাস এবং এনএইচএন ও বিআইএইচএস-এর বিভিন্ন কেন্দ্র সংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হবে। সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চতুর্থ তলায় হ্রাসকৃত মূল্যে হার্ট ক্যাম্প পরিচালনা, বারডেম কমপ্লেক্সে সকাল ১০টা থেক স্বেচছায় রক্তদান কর্মসূচি পালন করা হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা