× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে কাতার চ্যারিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৪৯ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ০১:০৪ এএম

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে এক শিশুর দেহে হৃদপিন্ডে বসানো হচ্ছে ডিভাইস। প্রবা ফটো

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে এক শিশুর দেহে হৃদপিন্ডে বসানো হচ্ছে ডিভাইস। প্রবা ফটো

জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ১০ দিনব্যাপী হেলথ ক্যাম্প শুরু করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি। 

সম্প্রতি সংঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গত ১৪ ফেব্রুয়ারি থেকে এই হেলথ ক্যাম্প শুরু হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই হেলথ ক্যাম্পের মাধ্যমে ১০০ জনেরও বেশি শিশুর হার্টে প্রয়োজনীয় ডিভাইস স্থাপন করে চিকিৎসা দেওয়া হবে। যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন ও কাতার থেকে আসা একটি মেডিকেল টিম এই মেডিকেল ক্যাম্পে অংশ নিয়েছে।

বিশিষ্ট পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ও হেলথ ক্যাম্পের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. নুরুন নাহার ফাতিমা বলেন, ‘আমরা বেশ কয়েকবছর ধরেই কাতার চ্যারিটির সঙ্গে কাজ করছি। জন্মগত হৃদরোগে আক্রান্ত এসব শিশুরা খুবই দরিদ্র পরিবারের। ব্যয়বহুল এই চিকিৎসা বহন করার কোন সামর্থ্যই তাদের অভিভাবকদের নেই । কাতার চ্যারিটি সম্পূর্ণ ব্যয় বহন করে দরিদ্র এই পরিবারগুলোর সন্তানদের মুখে হাসি ফুটিয়েছে। তারা এখন একটি সম্পূর্ণ সুস্থ জীবন ফিরে পাবে।’ 

জর্ডান ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসক পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ড. আইয়াদ আমরী বলেন, ‘কাতার চ্যারিটির এই ক্যাম্পেইনের মাধ্যমে জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত ১০০ জনেরও বেশি শিশুকে প্রয়োজনীয় ডিভাইস দিয়ে চিকিৎসা দেওয়া হবে। গত ৪ দিনে আমরা ৩৫ জনের বেশি শিশুর দেহে ডিভাইস স্থাপন করেছি। সবাই সুস্থ আছে।’ 

কাতার চ্যারিটির কান্ট্রি ডাইরেক্টর ড. আমিন হাফিজ ওমর বলেন, ‘কাতারের ডোনারদের সহায়তায় অসহায় ও গরিব শিশুদের সুস্থ জীবন উপহার দিতে এই হেলথ ক্যাম্প চলছে। কাতার চ্যারিটির এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা