× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বে ২০৫০ সালের মধ্যে ক্যানসার বাড়বে ৭৭ শতাংশ : ডব্লিউএইচও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৭ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০২ পিএম

ফুসফুস, স্তন ও কোলোরেক্টাল বা ক্লোন ক্যানসারে বেশিরভাগ মানুষ আক্রান্ত হচ্ছে।

ফুসফুস, স্তন ও কোলোরেক্টাল বা ক্লোন ক্যানসারে বেশিরভাগ মানুষ আক্রান্ত হচ্ছে।

বিশ্বে ২০৫০ সালের মধ্যে ক্যানসার প্রায় ৭৭ শতাংশ বাড়তে পারে। সর্বশেষ এক প্রতিবেদনে এমন হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ডব্লিউএইচও ও ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি) যৌথভাবে ওই প্রতিবেদন প্রকাশ করেছে। ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে বিশ্বে নতুন করে প্রায় ২ কোটি মানুষ ক্যানসারে আক্রান্ত হয়েছে। একই বছর রোগটিতে প্রাণ হারিয়েছে প্রায় ৯৭ লাখ। ক্যানসার নিয়ে পাঁচ বছর বেঁচে আছে ২০২২ সালে বিশ্বে এমন মানুষের সংখ্যা ছিল প্রায় ৫ কোটি ৩৫ লাখ। 

ডব্লিউএইচও ও আইএআরসির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বে বর্তমানে প্রতি পাঁচজনের মধ্যে একজন মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছে। ক্যানসার আক্রান্ত হয়ে মারা যাচ্ছে প্রতি নয়জন পুরুষের মধ্যে একজন। নারীর মধ্যে তা প্রতি ১২ জনের মধ্যে একজন। 

সংস্থা দুটি বিশ্বের ১৮৫টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলে ৩৬ ধরনের ক্যানসার নিয়ে অনুসন্ধান চালিয়েছে। 

২০২২ সালে প্রধানত তিন ধরনের ক্যানসারে বেশিরভাগ মানুষকে আক্রান্ত হতে ও মারা যোতে দেখা গেছে। ধরন তিনটি হলো ফুসফুস, স্তন ও কোলোরেক্টাল বা ক্লোন ক্যানসার। 

সূত্র :  ডব্লিউএইচও ওয়েবসাইট


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা