× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন্মগতভাবে হার্টের ত্রুটিযুক্ত শিশুদের আশার আলো যোগাচ্ছে এভারকেয়ার হসপিটাল

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪ ২১:২৯ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪ ২২:৫৪ পিএম

ডা. তাহেরা নাজরীন। ছবি : সংগৃহীত

ডা. তাহেরা নাজরীন। ছবি : সংগৃহীত

এক বছর বয়সী আহনাফ তীব্র শ্বাসকষ্টে ভুগত। দুবছর বয়সী ফাতেমা একসময় অত্যন্ত স্বল্প ওজন নিয়ে বারবার নিউমোনিয়ায় আক্রান্ত হতো। পরীক্ষা-নিরীক্ষা করে তাদের দুজনের হার্টে ছিদ্র পেয়েছেন চিকিৎসক। হৃদরোগে আক্রান্ত এই দুই শিশুর পাশে দাঁড়িয়েছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। হাসপাতালটিতে সম্প্রতি হৃদরোগে আক্রান্ত সুবিধাবঞ্চিত এই দুটি শিশুর দেহে সফলভাবে আধুনিক ডিভাইস দ্বারা হার্টের ছিদ্র বন্ধ করে সফলভাবে চিকিৎসা সম্পন্ন করেছে।

রবিবার (২৮ জানুয়ারি) এক সংবাদ হাসপাতালটি জানায়, তাদের ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজরীন একটি স্বল্প খরচের প্যাকেজের আওতায় পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস (পিডিএ) ডিভাইসগুলো বসিয়ে চিকিৎসা করেন। এর ফলে শিশুরা সব বিপত্তি কাটিয়ে আবার স্বাভাবিক জীবন পেয়েছে। শুধু এই দুই শিশু নন, চার বছর বয়সি বিবি আয়েশা এবং পাঁচ বছর বয়সি মাশরেখাইন নামের আরও দুই শিশুর হার্টের ছিদ্র বন্ধ করে সফল চিকিৎসা সম্পন্ন করেছে হাসপাতালটি। চারজনই এখন সুস্থ জীবনযাপন করছেন।

এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের এমডি এবং সিইও ডা. রত্নদীপ চাসকার বলেন, ‘অত্যাধুনিক প্রযুক্তির এই ডিভাইসগুলো কেবল যন্ত্র নয়, প্রত্যেকটি এক একটি বেঁচে থাকার আশা। চিকিৎসা শেষে প্রতিটি শিশুর উচ্ছ্বাস ও উষ্ণতা আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রয়াস যোগায়।’

ডা. তাহেরা নাজরীন বলেন, ‘এই চারটি শিশুকে আবার স্বাভাবিক জীবনের স্বাদ দিতে পেরে আমি আনন্দিত। তাদের সর্বোত্তম সেবা নিশ্চিতে আমি এবং এভারকেয়ার পরিবার প্রতিশ্রুতিবদ্ধ। পরিস্থিতিটি অত্যন্ত বেদনাদায়ক যখন হার্টের জটিলতায় একটি শিশু কষ্ট পায় এবং অর্থের অভাবে তার বাবা-মা যখন উপযুক্ত চিকিৎসা দিতে না পারেন। এই সকল দামি ডিভাইসের খরচ বহন করা সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সাধ্যের বাইরে। এভারকেয়ারের এই উদ্যোগটি সম্পর্কে সকলকে জানান, যাতে করে আমরা সুবিধাবঞ্চিত এই পরিবারগুলোর সহায়তা নিশ্চিত করতে পারি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা