প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ১৮:৫৫ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ১৯:৪১ পিএম
হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীরা। ফাইল ফটো
লাগামহীন হয়ে পড়েছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। ঢাকাসহ দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। নীরবে ধুঁকছে হাজারো প্রাণ। এডিস মশাবাহিত এ রোগের এত ভয়াবহ প্রকোপ আগে কখনোই দেখা যায়নি। এ বছরের শুরু থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ২ লাখ ৯৯ হাজার ৫০ জন মানুষ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময় মারা গেছে ১ হাজার ৫৩৯ জন। ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর এই সংখ্যা যেকোনো বছরের তুলনায় সর্বোচ্চ।
শুক্রবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৮ জন এবং ঢাকার বাইরের ৩ জন। একই দিন ঢাকায় ২০৬ জন এবং ঢাকার বাইরে ৭৫০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এই এক দিনে মোট ৯৫৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলো।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মৃতদের মধ্যে ৮৯৮ জন ঢাকার এবং ঢাকার বাইরের ৬৪১ জন। মোট আক্রান্তদের মধ্যে ১ লাখ ৫০ হাজার ৮৪ জন ঢাকার এবং ১ লাখ ৯৩ হাজার ৯৬৬ জন ঢাকার বাইরের। বর্তমানে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৫ হাজার ২৪৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ৯২ হাজার ২৬৬ জন।
এ বছর ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হয় বুধবার (১৫ নভেম্বর)। ওই দিন এ রোগে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে সর্বোচ্চ মৃত্যু ছিল চলতি বছরের ২ সেপ্টেম্বর। সেদিন দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছিল। ১৯ জুলাই ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
অন্যান্য বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুর ভয়ংকর রূপ দেখা যাচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে চলতি বছর সবচেয়ে বেশি ৩৯৬ জনের মৃত্যু হয়েছে গত সেপ্টেম্বর মাসে। অক্টোবরে মারা গেছে ৩৫৯ জন। আগস্টে ডেঙ্গুতে মৃত্যু হয় ৩৪২ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম ১৭ দিনে এ রোগে মারা গেছে ১৯১ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৫৬৬ জন এবং মারা যায় ৬ জন। ফেব্রুয়ারিতে আক্রান্ত হয় ১৬৬ জন এবং মারা যায় ৩ জন। মার্চ মাসে এ রোগে কোনো মৃত্যু না হলেও আক্রান্ত হয় ১১১ জন। এপ্রিলে আক্রান্ত ১৪৩ জন এবং মৃত্যু ২ জনের, মে মাসে ১ হাজার ৩৬ জন আক্রান্ত হয় এবং মারা যায় ২, জুনে আক্রান্ত হয় ৫ হাজার ৯৫৬ জন এবং মারা যায় ৩৪ জন।
জুলাই থেকে ডেঙ্গু আরও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। এ মাসে আক্রান্ত হয় ৪৩ হাজার ৮৭৬ জন এবং মারা যায় ২০৪ জন। আগস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়।
২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যায়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৬২ হাজার ৩৮২ জন। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয় ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে ৭ জন এবং ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।