× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নীলফামারীর ২১ স্কুলে আই কেয়ারের বিনামূল্যে ‘স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৯ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৪ পিএম

আই কেয়ার প্রোগ্রামে চোখ পরীক্ষার পর চশমা পড়ে তিন শিশু শিক্ষার্থী।

আই কেয়ার প্রোগ্রামে চোখ পরীক্ষার পর চশমা পড়ে তিন শিশু শিক্ষার্থী।

মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রামের (এমএসএস-ইসিপি) সহযোগিতায় নীলফামারীর ডিমলা উপজেলার খগা খড়িবাড়ী ইউনিয়ন পরিষদের ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।

গত ৪-৫ জুন ও ১৭-২১ সেপ্টেম্বর সাতটি কেন্দ্রে দুই ধাপে মোট ১ হাজার ৮৯১ জন শিক্ষার্থীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। প্রতিটি কেন্দ্রে কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের একসঙ্গে করে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সেবা দেওয়া হয়। 

স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামে এক শিক্ষার্থীর চোখে ছানি শনাক্ত হয় এবং চার শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ইসিপির সহযোগী হাসপাতালে রেফার করা হয়। এ ছাড়াও ১০০ শিক্ষার্থীকে চশমা ও ১৮৩ জনকে ওষুধ দেওয়া হয়।

চক্ষুসেবা দেওয়ার পাশাপাশি সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে ৮১টি প্রেজেন্টেশন দেন আই কেয়ার প্রোগ্রামের প্রতিনিধিরা। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়।

চক্ষুসেবা গ্রহণ করে মুক্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রিসাদ বলেন, ‘ক্লাস চলাকালীন ব্লাক বোর্ডের লেখা বুঝতে আমার খুবই সমস্যা হতো। তারা আমাকে একটি চশমা দিয়েছে, যার মাধ্যমে আমি এখন খুব সহজেই দূরের লেখা পড়তে পারি।’

আই কেয়ার প্রোগ্রামের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপস্থিত একজন অভিভাবক বলেন, ‘চোখ পরীক্ষার এত আধুনিক যন্ত্রপাতি আমি কখনও দেখিনি। পরীক্ষা-নিরীক্ষার পরে আমার মেয়ের চোখে সমস্যা শনাক্ত হয়েছে, অথচ আমরা জানতামই না। আমার মেয়েকে তারা চশমা দিয়েছে এবং সঙ্গে কিছু ঔষধও দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের এমন কাজের জন্য ধন্যবাদ জানাই।’

‘দারিদ্র্যের কারণে কেউ আর অন্ধ থাকবে না’ এই প্রত্যয়ে মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম ২০১৪ সাল থেকে বাংলাদেশে প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রামের অন্যতম লক্ষ্য- সুবিধাবঞ্চিত মানুষের নিরাময়যোগ্য অন্ধত্ব বিনামূল্যে শনাক্তকরণ ও চিকিৎসা দেওয়া, সামাজিক সচেতনতা বৃদ্ধিকরণ, চক্ষু স্বাস্থ্য বিষয়ে শিক্ষাদান, সক্ষমতা ও চক্ষুসেবা কার্যক্রম বৃদ্ধি করা।

এমএসএসের প্রেসিডেন্ট ফিরোজ এম হাসান বলেন, ’চক্ষুসেবা পাওয়ার ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সীমাবদ্ধতার কথা বিবেচনা করে ইসিপি-এমএসএস দেশজুড়ে সংস্থার কার্যক্রম সম্প্রসারণ করেছে, যাতে সরাসরি তাদের কাছে চক্ষুসেবার আধুনিক সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া যায়।’

তিনি বলেন, ’আই কেয়ার প্রোগ্রাম জুলাই ২০১৪ থেকে আগস্ট ২০২৩ পর্যন্ত মোট ৩৯৩টি চক্ষুশিবির গ্রামাঞ্চল, প্রত্যন্ত অঞ্চল, জেলা, উপজেলায় বাস্তবায়ন করেছে। মোট ১ লাখ ৮৬ হাজার ২৩৮ জন রোগী এসব চক্ষুশিবির থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা