প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১৮:৪০ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১৯:৪৩ পিএম
রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে তোলা। ছবি: আলী হোসেন মিন্টু
দেশে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৮৫ জন। এর মধ্যে ২৩৪ জন মারা গেছে চলতি আগস্টের প্রথম ২১ দিনে। চলতি মাসে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছে ৫০ হাজার ৩৫৯ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২ হাজার ১৯৭ জন।
সোমবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৮৭২ জন। ঢাকার বাইরে ১ হাজার ৩২৫ জন। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ হাজার ৮৪ জন। এর মধ্যে ঢাকার ৭৯১ জন ও ঢাকার বাইরে ১ হাজার ২৯৩ জন।
নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ১৯১ জন। এর মধ্যে ঢাকায় ৪৯ হাজার ৩২৮ জন এবং ঢাকার বাইরে ৫২ হাজার ৮৬৩ জন। এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৯৪ হাজার ২০ জন। আর হাসপাতালে ভর্তি আছে ৭ হাজার ৬৮৬ জন।
গত মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪৩ হাজার ৮৫৪ জন। এ সময় ডেঙ্গুতে ২০৪ জনের মৃত্যু হয়।
চলতি আগস্ট মাসে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে। মৃত্যুর সংখ্যা এই মাসের ২১ দিনে ২৩৪ জন।