ঈগল মশার কয়েল ক্যাম্পেইন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ২২:৫৯ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১১:৪৭ এএম
‘মশাদের আক্রমণ রুখতে হই সচেতন’ ক্যাম্পেইন শুরু করেছে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্র্যান্ড ঈগল মশার কয়েল। প্রবা ফটো
বিশ্ব মশা দিবস উপলক্ষে ‘মশাদের আক্রমণ রুখতে হই সচেতন’ ক্যাম্পেইন শুরু করেছে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্র্যান্ড ঈগল মশার কয়েল। রবিবার (২০ আগস্ট) এই জসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী নাজমুল আবেদীন ও পরিচালক কাজী আফনান আবেদীন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, অভিনেত্রী দিলারা জামান ও জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে আরও ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব সেলস মারুফ আহসান ও সিনিয়র ব্র্যান্ডম্যানেজার ইশতিয়াক নাহিদ।
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নানা কর্মসূচি পালিত হচ্ছে। এ ছাড়া মশাবাহিত অন্যান্য রোগেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। মশার উৎপাত কমাতে সরকারি নানা উদ্যোগের পাশাপাশি কয়েল ব্র্যান্ড ঈগল তার ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
বিএসটিআই এবং বুয়েট সার্টিফাইট ঈগল মশার কয়েল সাধারণ মানুষকে মশার আক্রমণ থেকে রক্ষা করার জন্য কার্যকর ভূমিকা রাখছে।
কাজী নাজমুল আবেদীন বলেন, ‘বাংলাদেশে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড পরিবার সর্বদা বদ্ধপরিকর। তবে এই প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের সবার প্রথমে চাই জনসচেতনতা। জনসাধারণের মনে ডেঙ্গু বিষয়ক সচেতনতা তৈরি করতে ধারাবাহিক উদ্যোগের একটি অংশ হিসেবে আজকে এই ক্যাম্পেইনের সূচনা করা হলো। ডেঙ্গু মশার বিরুদ্ধে আমাদের এমন প্রচেষ্টা চলমান থাকবে।’
এ ছাড়া তিনি দেশের সবাইকে সচেতনতা তৈরিতে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।