প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৮:৩৮ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ২২:১৯ পিএম
ডেঙ্গু জ্বরে প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ছবি : আলী হোসেন মিন্টু
দেশে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২ হাজার ১৩৪ জন। এ নিয়ে চলতি বছর মারা গেল ৪৭৬ জন। এ ছাড়া এখন পর্যন্ত মশাবাহিত রোগটিকে আক্রন্ত হয়েছে ৯৯ হাজার ৯৯৪ জন। আর চলতি মাসের ২০ দিনে আক্রান্ত হয়েছে ৪৮ হাজার ১৬২ জন।
রবিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭৮৫ জন। ঢাকার বাইরে ১ হাজার ৩৪৯ জন। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪৩৭ জন। এর মধ্যে ঢাকার ৯৩৮ জন ও ঢাকার বাইরে ১ হাজার ৪৯৯ জন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ৯৯৪ জনে মধ্যে ঢাকায় ৪৮ হাজার ৪৫৬জন এবং ঢাকার বাইরে ৫১ হাজার ৫৩৮ জন। এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৯১ হাজার ৯৩৬ জন। আর হাসপাতালে ভর্তি আছে ৭ হাজার ৫৮২ জন।
সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে জুলাই মাসে। গত মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪৩ হাজার ৮৫৪ জন। এ সময় ডেঙ্গুতে ২০৪ জনের মৃত্যু হয়।