× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৌলিক গবেষণায় প্রথম পুরস্কার পেল আইপিডিআই ফাউন্ডেশন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১৯:২৬ পিএম

মৌলিক গবেষণায় প্রথম পুরস্কার পেল আইপিডিআই ফাউন্ডেশন

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত ‘ডেভেলপমেন্ট  অফ এ ট্রান্সলেশন রিসার্চ ইন বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্কশপ ও সিম্পোজিয়ামে মৌলিক গবেষণা পোস্টার আকারে প্রদর্শন করে প্রথম পুরস্কার পেয়েছে আইপিডিআই ফাউন্ডেশন।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর স্বাচিপ কার্যালয়ে এই ওয়ার্কশপ ও সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।

ওয়ার্কশপে সারা দেশের ৫ শতাধিক গবেষণায় উৎসাহী চিকিৎসক অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি মালয়েশিয়া থেকে ভার্চুয়ালি অংশ নেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

এছাড়াও অংশ নেন অধ্যাপক মাহমুদুল হাসান, অধ্যাপক এম এ ফয়েজ, অধ্যাপক মোদাচ্ছের আলী, অধ্যাপক আজিজ এম পি, অধ্যাপক দীন মোহাম্মদ, অধ্যাপক আবুল কালাম আজাদ,  অধ্যাপক টিটু মিয়া প্রমুখ। 

স্বাচিপের সভাপতি ডা. জামাল উদ্দিনের সভাপতিত্বে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও বাংলাদেশের রিসার্চ এক্সপার্টরা প্রবন্ধ উপস্থাপন করেন। 

সভাপতির বক্তব্যে ডা. জামাল উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চিকিৎসকদের গবেষণার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন। এই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। বাংলাদেশে মৌলিক গবেষণার হার একেবারেই কম। এই ওয়ার্কশপ বাংলাদেশি চিকিৎসকদের গবেষণায় উৎসাহ জোগাবে এবং মৌলিক চিকিৎসা গবেষণা নতুন যুগে যাত্রা করবে।

স্বাচিপের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন দেশি-বিদেশি গবেষকদের অংশগ্রহণে সার্থকভাবে ওয়ার্কশপ অনুষ্ঠিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান। 

প্রথম পুরস্কার পাওয়া আইপিডিআই ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি হৃদরোগ বিশেষজ্ঞ  ডা. মহসীন আহমদ বলেন, আইপিডিআই ফাউন্ডেশন তরুণ চিকিৎসকদের প্রফেশনাল ডেভেলপমেন্টের পাশাপাশি মৌলিক গবেষণা ও দেশের বিভিন্ন রোগের তথ্য-উপাত্ত্ব সংগ্রহ করে থাকে।

তিনি মৌলিক গবেষণা বিষয়ক সুন্দর আয়োজনের জন্য স্বাচিপকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা