× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৯:১৪ পিএম

আপডেট : ১২ জুলাই ২০২৩ ১৯:৪৪ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে রোগীরা। ফাইল ফটো

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে রোগীরা। ফাইল ফটো

দেশে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এক দিনে সর্বোচ্চ রোগীও হাসপাতালে ভর্তি হয়েছে। এ দিন সারা দেশে ১ হাজার ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। চলতি বছর এক দিনে এটি হাসপাতালে ভর্তির রেকর্ড। 

নতুন করে পাঁচজনের মৃত্যুতে দেশে চলতি বছর মশাবাহিত রোগটিতে ৮৮ জনের মৃত্যু হলো। আর চলতি মাসের ১২ দিনেই মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বুধবার (১২ জুলাই) এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৪৬  জন। এ সময় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭০৯ জনকে। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫৩৭ জনকে। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৩ হাজার ৭৯১ জন। 

এর মধ্যে ঢাকার ৫৩ হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৫৩০ জন। ঢাকা ছাড়া অন্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি ১ হাজার ২৬১ জন রোগী। 

গত জুনে দেশে ৩৪ জনের মৃত্যুর পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯৫৬ জন। আর চলতি মাসের ১২ দিনেই সে সংখ্যা ছাড়িয়েছে। এই কয়েক দিনে দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ১৬৫ জন। 

চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১৪৩ জনে। আর এ সময় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা এখন পর্যন্ত ১২ হাজার ২৬৪ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা