× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাস্থ্য খাতে বরাদ্দ আরও বাড়ানো দরকার : স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৯:২২ পিএম

আপডেট : ০৯ মে ২০২৩ ১৯:৪৪ পিএম

নরসিংদীর মাধবদীর হেরিটেজ রিসোর্টে বিভাগীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী। প্রবা ফটো

নরসিংদীর মাধবদীর হেরিটেজ রিসোর্টে বিভাগীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী। প্রবা ফটো

স্বাস্থ্য খাতে বরাদ্দ আরও বাড়ানো দরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার-কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি। মঙ্গলবার (৯ মে) দুপুরে নরসিংদীর মাধবদীর হেরিটেজ রিসোর্টে ঢাকা বিভাগীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ’বিএনপি সরকারের আমলে দেশের স্বাস্থ্য খাতের বাজেট ছিল ৫-৬ হাজার কোটি টাকা। বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলে তা ৪০ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। এটিও আমাদের স্বাস্থ্য খাতের জন্য যথেষ্ট নয়। আমি আহ্বান জানাব, আগামী বাজেটে স্বাস্থ্য খাতে আরও অর্থ বরাদ্দের জন্য।‘

এ সময় তিনি বলেন, ’মধ্যম আয়ের দেশ হিসেবে এগিয়ে যেতে চাইলে স্বাস্থ্য খাতে জিডিপির দুই ভাগ অর্থ খরচ করতে হবে।‘

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ’স্বাস্থ্য খাতসহ দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করছেন। অন্যদিকে বিরোধীরা সমালোচনা করছেন।‘

মন্ত্রী জানান, সঠিক পরিকল্পনার কারণে করোনায় বিশ্বের মধ্যে বাংলাদেশে মৃত্যুর হার সবচেয়ে কম ছিল। করোনার সময়ে বাংলাদেশের মানুষ সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পেয়েছে উল্লেখ করে তিনি চিকিৎসকদের ধন্যবাদও জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. মো. টিটু মিয়া, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদসহ ঢাকা বিভাগের ১৩টি জেলার সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা