× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুদের অপুষ্টি মোকাবিলায় বাংলাদেশে আসছে ‘নেসলে পুষ্টি গ্রো ৫ প্লাস’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৫ ১৬:১৪ পিএম

শিশুদের অপুষ্টি মোকাবিলায় বাংলাদেশে আসছে ‘নেসলে পুষ্টি গ্রো ৫ প্লাস’

সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশ পিএলসি বাজারে নিয়ে আসছে নেসলে পুষ্টি গ্রো ৫ প্লাস। বাংলাদেশে ৫ থেকে ৯ বছর বয়সী শিশুদের অপুষ্টি মোকাবিলার লক্ষ্যে এই পণ্যটি বাজারজাত করবে প্রতিষ্ঠানটি।  সম্প্রতি রাজধানীর বিসিএসআইআর’র কার্যালয়ে নেসলে বাংলাদেশ পিএলসি ও বিসিএসআইআর’র মধ্যে একটি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

নেসলের সঙ্গে ব্যাপক আলোচনা এবং গবেষণার পর, বাংলাদেশের শীর্ষ এবং বৃহত্তম বহু-বিষয়ক সরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এই বয়সের শিশুদের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি পূরণের জন্য এই সিরিয়াল-ভিত্তিক ফর্টিফায়ার তৈরি করেছে। নেসলে বিশ্বাস করে এ উদ্ভাবনী পণ্যটি সব আর্থ-সামাজিক গোষ্ঠীর জন্য সাশ্রয়ী মূল্যের পুষ্টি সরবরাহ করবে।

এ সময় বিসিএসআইআর’র চেয়ারম্যান ড. সামিনা আহমেদ আশাবাদ প্রকাশ করে বলেন, নেসলের সঙ্গে এ ধরনের যৌথ উদ্যোগ দেশের পুষ্টি প্রোফাইলকে উল্লেখযোগ্যভাবে উন্নত করার সম্ভাবনা রাখে এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনেও অবদান রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিসিএসআইআর’র চেয়ারম্যান ও সচিব মোহাম্মদ শোহেদুল হক পাটোয়ারী এবং বিসিএসআইআর,র সদস্য (উন্নয়ন) মো. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- লিগ্যাল, রেগুলেটরি এফেয়ারস, এবং করপোরেট এফেয়ারস ডিরেক্টর দেবব্রত রায় চৌধুরীসহ নেসলের অন্যান্য কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা