× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বয়স ২০ হলেই নিয়মিত স্তন পরীক্ষার পরামর্শ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ১৮:০৫ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ১৮:১৫ পিএম

বয়স ২০ হলেই নিয়মিত স্তন পরীক্ষার পরামর্শ

২০ বছরের পর থেকে প্রতি মাসে মাসিক পরবর্তী সময়ে স্তন পরীক্ষা করা জরুরি বলে পরামর্শ দিয়েছেন স্তন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. উম্মে হুমায়রা কানেতা। আর ৪০ বছরের পর থেকে বছরে অন্তত একবার ম্যামোগ্রাম করানো স্তন ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মত দেন তিনি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তরে ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘আমরা নারী’ শীর্ষক সচেতনতাবিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ডা. কানেতা বলেন, স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষ্মণগুলো হলো- বগল বা স্তনে গাঁটের উপস্থিতি, স্তনে ফোলা, ব্যথা অনুভব বা চামড়ার কুঁচকে যাওয়া, স্তনের আকার পরিবর্তন বা লালচে ভাব, স্তনের বোঁটা থেকে রস নির্গত হওয়া।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নয়টি দপ্তর ও অধিদপ্তরের নারী কর্মকর্তাদের নিয়ে এই সেমিনারের মূল উদ্দেশ্য ছিল স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব বোঝানো এবং প্রতিরোধমূলক পদক্ষেপ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান।

অক্টোবর মাসে স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা চলবে নভেম্বর পর্যন্ত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৫ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় সাড়ে ৭ হাজার নারী এতে প্রাণ হারান। সামাজিক নানা বাধা এবং সচেতনতার অভাবে অধিকাংশ নারী স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো চিহ্নিত করতে সক্ষম নন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদার, যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাউনাইন, প্রধান প্রকৌশলী মীর মনজুরুর রহমান, আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান বিপ্লব প্রমুখ। আমরা নারীর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে বিপ্লব শুভেচ্ছা স্মারক তুলে দেয়াও হয়।

এম এম জাহিদুর রহমান (বিপ্লব) বলেন, মিডিয়ার সক্রিয় ভূমিকা আমাদের সচেতনতা কার্যক্রমকে আরও শক্তিশালী করে তুলছে। জনসচেতনতা বৃদ্ধির এই উদ্যোগে আপনারা সংবাদমাধ্যমে প্রচার ও প্রকাশ করে সহযোগিতা করবেন বলে আশা করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা