প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ১৯:০২ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ১৯:০৬ পিএম
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯১৫ জন।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২১০ জন মারা গেছেন। এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৮১৯ জন।
শনিবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া নয়জনের মধ্যে পাঁচজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার। বাকি তিনজনের মধ্যে একজন চট্টগ্রাম ও দুইজন বরিশাল বিভাগের হাসপাতালে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নয়জনের মধ্যে তিনজন পুরুষ ও ছয়জন নারী।