× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারা দেশ ঘুরে বেড়াচ্ছি, সংকট সমাধানের চেষ্টা করব : স্বাস্থ্যমন্ত্রী

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ১৮:১২ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৪ ২২:৪৫ পিএম

সারা দেশ ঘুরে বেড়াচ্ছি, সংকট সমাধানের চেষ্টা করব : স্বাস্থ্যমন্ত্রী

দেশে চিকিৎসকের সংকট রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, ‘সংকট কাটানোর জন্য নতুন করে কিছু চিকিৎসক নেওয়ার প্রক্রিয়া চলছে। আশা করি, সংকট কাটিয়ে উঠতে পারব। এজন্য আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি। কোথায় কী প্রয়োজন দেখছি, আলাপ–আলোচনা করছি। তারপরে ঢাকায় গিয়ে সেটি সমাধানের চেষ্টা করব।’

শনিবার (১৩ জুলাই) দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কমিউনিটি ক্লিনিক বিষয়ে মন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও কর্মচারীদের সুযোগ-সুবিধা এবং নিরাপত্তার বিষয়ে সরকার সচেতন রয়েছে। এ কারণে আমরা কমিউনিটি ক্লিনিকের ওপর জোর দেওয়ার চেষ্টা করছি। আমরা যদি কমিউনিটি ক্লিনিকে স্বাবলম্বী হতে পারি তাহলে আস্তে আস্তে উপজেলা ও জেলায় জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে।’

প্রত্যন্ত অঞ্চলে আসায় চিকিৎসকদের আগ্রহ কম থাকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সামন্ত লাল বলেন, ‘আমি যদি চিকিৎসককে বাসস্থান, সম্মান ঠিকভাবে দিতে পারি, নিরাপত্তা দিতে পারি, তাহলে অবশ্যই মফস্বল শহরে চিকিৎসকরা আসবেন। আমি তাদের আসতে বাধ্য করব। এখন নারীরা এগিয়ে। অধিকাংশ জায়গায় তারা কাজ করছেন। তাদের নিরাপত্তা প্রয়োজন, ভালো বাসস্থান প্রয়োজন। তাহলে তারাও কাজ করার আগ্রহ দেখাবে।’

এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য জাকারিয়া জাকা, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, দিনাজপুর সিভিল সার্জন এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক নুর এ আলম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা