প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪ ১৯:১২ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪ ১৫:৫৯ পিএম
চীনের নানজিং শহরে হতে যাচ্ছে নতুন রেলস্টেশন। প্রায় ৩৮ বর্গ কিলোমিটার এলাকার ওপর প্রস্তাবিত স্টেশনের যে নকশা করা হয়েছে, বরই ফুলের আদলে তা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। তাদের এই প্রবল ঝোঁকের পেছনে অবশ্য স্থাপনাশৈলীর হাত নেই। উল্টো সেটি ভাইরাল হয়েছে নেতিবাচক কারণে। নেটিজেনরা কৌতুক করে বলছেন, এটি দেখতে হয়েছে ‘স্যানিটারি প্যাডের’ মতো।
নানজিং শহর বরই ফুলের কারণে বেশি পরিচিত। কর্তৃপক্ষ বলছে, শহরের উত্তরাংশে যে স্টেশন হতে যাচ্ছে তার নকশার প্রেরণা আছে এই ফুল। তবে প্যাডের সঙ্গে এই নকশার মিল দেখেছে নেটিজেনরা।
সামাজিকমাধ্যমে একজন মন্তব্য করেছে, এটি একটি বিশাল প্যাড। এটি বরই ফুলের মতো দেখতে এমন বলাটা সত্যিই বিব্রতকর।
আরেক নেটিজেন লিখেছে, আমরা সবাই এটিকে স্যানিটারি প্যাড বলতে পারি, কিন্তু স্থপতি পারেন না।
মজা করে আরেকজন লিখেছে, এই নকশা তার সময় থেকে এগিয়ে। এই সুযোগে আমরা ঋতুস্রাব নিয়ে লোকলজ্জা ভাঙতে সমাজকে এগিয়ে আসার আহ্বান জানাতে পারি।
রাষ্ট্রীয় সংবাদপত্র নানজিং ডেইলি বলছে, প্রাথমিক এই নকশা জিয়াংসু প্রদেশের সরকার এবং চায়না স্টেট রেলওয়ে গ্রুপ অনুমোদন করেছে। চলতি বছরের মাঝামাঝিতে এর কাজ শুরু হতে পারে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
২০১৭ সালের এক প্রতিবেদন অনুসারে, স্টেশনটি নির্মাণ করতে খরচ হবে ২৭৬ কোটি টাকার বেশি।
অপ্রত্যাশিতভাবে নজরকাড়া নকশা হিসেবে চীনের এই স্টেশনের স্থাপনাই প্রথম নয়। বেইজিংয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে সিসিটিভি ভবনটি তার ব্যতিক্রম আকারের কারণে আলোচিত। সূত্র : বিবিসি