× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে ডিজিটাল ভিক্ষুক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ১৭:৩৮ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৪ ০৯:০৩ এএম

কিউআর কোড স্ক্যান করে ভিক্ষা দিচ্ছেন এক ব্যক্তি। ছবি : সংগৃহীত

কিউআর কোড স্ক্যান করে ভিক্ষা দিচ্ছেন এক ব্যক্তি। ছবি : সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ভিক্ষাবৃত্তি একটি খুব সাধারণ বিষয়। নিম্ন আয়ের দেশগুলোতে এ প্রবণতা বেশি। মাঝে-মধ্যে ভিক্ষুকদের এমন সব অভিনব পদ্ধতির খবর পাওয়া যায়, যা বেশ আলোড়ন সৃষ্টি করে। এবার আসামের গুয়াহাটির এক দৃষ্টিহীন ভিক্ষুক অনন্য পদ্ধতির মাধ্যমে সমাজমাধ্যম ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ভিক্ষা গ্রহণ করেন। 

সমাজমাধ্যম এক্সে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দশরথ নামে ওই ভিক্ষুককে দেখা যায়, সে গলায়  কিউআর কোডসহ একটি ফোনপে কার্ড পরে আছেন। এরপর তিনি একটি গাড়িতে থাকা দুইজন লোকের কাছে যান। তাদের মধ্যে একজন কিউআর কোড স্ক্যান করে তাকে ১০ রুপি দেন। ভিক্ষুকটি তার ফোনটি কানের কাছে নিয়ে তার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা তার নোটিফিকেশন শুনছেন। 

কংগ্রেস নেতা গওরাভ সোমানি সমাজমাধ্যম এক্সে ভিডিওটি শেয়ার করে একে ‘চিন্তা উদ্দীপক মুহূর্ত’ বলে আখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘সাহায্য চাওয়ার জন্য ফোনপে ব্যবহার করে নির্বিঘ্নে ডিজিটাল লেনদেন! প্রযুক্তি আসলেই কোনো সীমানা মানে না। এটি আর্থ-সামাজিক অবস্থানের বাধাও অতিক্রম করার জন্য প্রযুক্তির শক্তির একটি প্রমাণ। আসুন আমরা মানবতা এবং ডিজিটাল অগ্রগতির এই কৌতূহলজনক বিষয়টি নিয়ে চিন্তা করি।’ 

ভারতে ডিজিটাল ভিক্ষুকের এটাই প্রথম উদাহরণ নয়। এর আগে রাজু  পাটেল নামের ৪০ বছর বয়সী বিহারের এক লোককে বেত্তিয়া রেলওয়ে স্টেশনে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ভিক্ষা চাইতে দেখা গেছে। সে গলায় কিউআর কোড প্ল্যাকার্ড এবং একটি ডিজিটাল ট্যাবলেট ঝুলিয়ে ডিজিটাল মোডের মাধ্যমে অর্থ প্রদানের বিকল্প দিয়ে ভিক্ষা করে। 

রাজু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেইন দেখে এভাবে ভিক্ষা করতে অনুপ্রাণিত হয়েছেন। তিনি মোদির ‘মান কি বাত’ রেডিও অনুষ্ঠানটি শুনতে কখনও ভুলেন না। 

অন্যদিকে নয়াদিল্লিতে ২৯ বছরের রূপান্তরকামী নারী আয়েশা শর্মাও ইউপিআই পেমেন্ট অ্যাপের মাধ্যমে অর্থ সংগ্রহ করেন। 

সূত্র : এনডিটিভি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা