× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২১৭টি করোনা টিকা নিলেন এক ব্যক্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪ ১১:১৯ এএম

আপডেট : ০৬ মার্চ ২০২৪ ১১:৩০ এএম

আলোচিত ওই ব্যক্তি কেনই বা এত টিকা নিতে গেলেন জানা যায়নি।  ছবি : সংগৃহীত

আলোচিত ওই ব্যক্তি কেনই বা এত টিকা নিতে গেলেন জানা যায়নি। ছবি : সংগৃহীত

জার্মানির ৬২ বছর বয়সি এক ব্যক্তি করোনার ২১৭টি টিকা নিয়েছেন। কিনে ব্যক্তিগতভাবে তিনি এসব টিকা নিজের শরীরে প্রয়োগ করেন। এত বেশি টিকা নেওয়ার পরও বয়স্ক এ ব্যক্তি সুস্থ রয়েছেন।

জার্নাল দ্য ল্যানসেটের এক প্রবন্ধের বরাতে বিবিসি এসব তথ্য জানিয়েছে।

জার্মানির নুরেমবার্গের এরলাগেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আলোচিত এ ব্যক্তির শরীরে নানা পরীক্ষানিরীক্ষা চালিয়েছেন। তারা বলছেন, এত টিকা নেওয়ার পরও ওই ব্যক্তির কোনো সমস্যা হয়নি। এটা কিছুটা অবাক করার মতো বিষয়।

এরলাগেন বিশ্ববিদ্যালয়ের জীবাণুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কিলিয়ান শোবের বলেন, ‘এক ব্যক্তির ২১৭টি টিকা নেওয়ার বিষয়টি আমরা সর্বপ্রথম একটি পত্রিকার প্রবন্ধ থেকে জানতে পারি। এরপর আমরা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি। বিভিন্ন পরীক্ষার জন্য তাকে রক্ত দিতে বলি। তিনি সহজে রাজি হন। পরীক্ষায় তার তেমন কোনো সমস্যা ধরা পড়েনি।’

আলোচিত ওই ব্যক্তির নাম গোপনীয়তার স্বার্থে প্রকাশ করা হয়নি। তিনি কেনই বা এত টিকা নিতে গেলেন তা-ও জানা যায়নি।

তবে এ ব্যক্তি এত টিকা কীভাবে সংগ্রহ করলেন, খতিয়ে দেখছে জার্মানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা ইতোমধ্যে ১৩০টি টিকা সংগ্রহের তথ্য জানতে পেরেছে।

করোনার টিকা ভাইরাসের বিরুদ্ধে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমআরএনএ প্রযুক্তির এ টিকা সাধারণত তিনটি দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কালশিটে পড়াসহ এ টিকার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা