প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ১৭:২৭ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪ ১৯:০০ পিএম
গর্ভপাতের সাংবিধানিক অধিকার পাওয়ায় ফ্রান্সের নারীরা খুশি। সোমবার প্যারিসের আইফেল টাওয়ারে। ছবি : সংগৃহীত
বিশ্বের প্রথম দেশ হিসেবে গর্ভপাতের অধিকারের সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে ফ্রান্স।
সোমবার (৪ মার্চ) গর্ভপাতের সাংবিধানিক অধিকার নিয়ে দেশটির পার্লামেন্টের নিম্ন ও উচ্চকক্ষের সদস্যদের মধ্যে ভোটাভুটি হয়েছে। এতে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর উত্থাপন করা প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছে ৭৮০টি। বিপক্ষে পড়েছে ৭২টি।
বিপুল সংখ্যাক ভোটে প্রস্তাবটি পাশ হওয়াকে ‘ফরাসিদের জন্য গর্বের’ বিষয় বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাখোঁ।
খ্রিস্টানদের পবিত্র শহর ভ্যাটিকান সিটিসহ ফ্রান্সের রক্ষণশীল দলগুলো নতুন আইনটির বিরোধিতা করেছে।
ফ্রান্সে ১৯৭৫ সাল থেকেই গর্ভপাত করা বৈধ। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ফ্রান্সের প্রায় ৮৫ শতাংশ জনগণ এই সংশোধনীকে সমর্থন করে।
গর্ভপাতকে সাংবিধানিক অধিকারভুক্ত করার মধ্য দিয়ে ফ্রান্সের বর্তমান সংবিধান ২৫ বার সংশোধন করা হলো। দেশটির ১৯৫৮ সালে গৃহীত বর্তমান সংবিধান ২০০৮ সালের পর আর কখনও সংশোধন করা হয়নি।
ফ্রান্সের আইনের সাংবিধানিকতা সম্পর্কে সিদ্ধান্ত নেয় ফ্রান্সের সাংবিধানিক কাউন্সিল। কাউন্সিলটি ২০০১ সালের একটি রায়ে ১৭৮৯ সালের মানুষের অধিকারের ঘোষণাপত্রের স্বাধীনতার ধারণার ওপর ভিত্তি করে গর্ভপাতেরও অনুমোদন দিয়েছে। তাই এমনিতেই গর্ভপাতকে সাংবিধানিক অধিকার বলে মনে করেন আইন বিশেষজ্ঞদের একটা অংশ।
সূত্র : বিবিসি