প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৭ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৩ পিএম
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ৮ এপ্রিল দিনকে রাতের মতো দেখাবে। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মানুষ ৮ এপ্রিল এক বিরল সূর্যগ্রহণের অভিজ্ঞতা লাভ করবেন। এ সময় দিনকে রাতের মতো দেখাবে।
সূর্যগ্রহণ খালি চোখে দেখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এ সময় বিশেষ চশমা পরে সূর্যের দিকে তাকাতে হবে।
৮ এপ্রিল পৃথিবীর ওই তিন অঞ্চলে সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। ফলে দিন হবে রাতের মতো অন্ধকার। পরে উত্তর আমেরিকা ঘুরে যাবে এ পূর্ণ সূর্যগ্রহণ।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সূর্যগ্রহণ খবুই বিরল। পূর্ণ সূর্যগ্রহণের দিন সূর্যোদয় বা সূর্যাস্তের মতো আকাশ অন্ধকার হয়ে যাবে। মূলত, সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এলে পূর্ণ সূর্যগ্রহণ হয়। নির্দিষ্ট সময় সূর্যকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে ফেলে এটি। এতে সম্পূর্ণ সূর্যগ্রহণ হয়। ফলে আকাশ হালকা অন্ধকার হয়ে যায়। সে সময়কে ভোর বা সন্ধ্যার মতো মনে হয়।
প্রতি ১৮ মাস পর পর পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে চাঁদ। সে সময় সূর্যের রশ্মিকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয় এ উপগ্রহ। এর পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ সূর্যগ্রহণ হয়।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্যমতে, ৩৭৫ দিন পরপর পূর্ণ সূর্যগ্রহণ হওয়ার সম্ভাবনা থাকে। তবে সময়টা আরও বেশি হতে পারে। ১৯৭০ সালে সর্বশেষ এমন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল উত্তর আমেরিকায়। ৮ এপ্রিল আবার এ দৃশ্যের দেখা মিলবে। এরপর ২০৭৮ সালে এ ঘটনার সাক্ষী হবেন আমেরিকানরা।
সূত্র : নাসা