× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীর এলোমেলো শব্দে গান রচনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২১ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫২ পিএম

ইনস্টাগ্রামে পোস্টটি পাঁচ দিনে প্রায় ৪২ লাখ মানুষ দেখেছে। ছবি : সংগৃহীত

ইনস্টাগ্রামে পোস্টটি পাঁচ দিনে প্রায় ৪২ লাখ মানুষ দেখেছে। ছবি : সংগৃহীত

ভারতের গায়ক ও কম্পোজার অর্জুনা হারজাইর একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিওটিতে নিজের স্ত্রী দিব্যিয়ার দেওয়া এলোমেলো শব্দ দিয়ে একটি গান তৈরি করতে দেখা গেছে অর্জুনাকে। পাঁচ দিনেই ইনস্টাগ্রামে ভিডিওটি প্রায় ৪২ লাখ মানুষ দেখেছে। 

অর্জুনা হারজাই রসিকতা করে জানান, সংগীত তৈরি করার সময় স্ত্রী প্রায়ই তাকে বাধা দেয়। তাকে স্ত্রীর পছন্দের বিষয় এবং শব্দ দিয়ে গান লিখতে বলে। এ অবস্থায় সম্প্রতি তিনি স্ত্রীকে ইচ্ছামতো কিছু শব্দ দিতে বলেন, যা দিয়ে তিনি গান লিখবেন। 

দিব্যিয়া অর্জুনাকে অ্যাকুইস্টিক গিটারে গানটিতে সুর দিতে বলেন। আর গানটি লেখার জন্য ‘ইউকে’, ‘পিন্ড’, এবং ‘উইন্টার আয়া ওয়ালিয়ে’ শব্দগুচ্ছগুলো ব্যবহার করতে বলেন। 

গীতিকার গীত সাগরের সহযোগিতায় স্ত্রীর দেওয়া শব্দগুলো দিয়ে একটি গান লিখেন অর্জুনা। গান লেখা হয়ে গেলে তা গায়ক জ্যোতিকা টাংরির কাছে পাঠানো হয়। তিনি তাৎক্ষণিকভাবে গেয়ে একটা স্যাম্পল পাঠান। এভাবে কয়েক মিনিটের মধ্যে একটি গান তৈরি হয়ে যায়। 

ইনস্টাগ্রামে দেওয়া ভিডিওটির ক্যাপশনে অর্জুনা লিখেন, ও হতবাক হয়ে গিয়েছিল। স্ত্রীর প্রথমবার প্রযোজক হওয়াতেই এমনটা ঘটলো! গানটি তৈরির পুরো ভিডিওটা ছিল প্রায় ৩ ঘণ্টার। তবে চূড়ান্তভাবে সেটাকে এডিট করে ১ দশমিক ৫ মিনিট করা হয়েছে। আশা করি আপনারা এটা পছন্দ করবেন। উইন্টার আয়া ওয়ালিয়ে নামের গানটি সব স্ট্রিমিং প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে।

নেট ব্যবহারকারীরা ভিডিওটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একজন লিখেছেন ‘এটি একটি সিরিজ হওয়া উচিত।’

আরেকজন লিখেছেন, এটি একটি আসল গান হওয়া উচিত। এটা অবশ্যই হিট হবে।

সূত্র : এনডিটিভি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা