× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবহেলিত ক্যামিলাই এখন ব্রিটেনের ‘জাতীয় সম্পদ’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৫ এএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪১ এএম

রানী ক্যামিলা। ছবি : সংগৃহীত

রানী ক্যামিলা। ছবি : সংগৃহীত

রানী ক্যামিলা মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব এবং রাজতন্ত্রের প্রতি আনুগত্যের জন্য সব সময় প্রশংসিত হয়েছেন। কিন্তু প্রিন্সেস ডায়ানার সঙ্গে বিয়ে থাকা অবস্থায়ই তৎকালীন রাজপুত্র ও বর্তমান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রকাশ্যে মেলামেশা করায় ক্যামিলাকে দীর্ঘদিন কটূক্তি শুনতে হয়েছে। হয়েছেন ঘৃণার পাত্র।

সেই ক্যামিলাকেই এখন ‘জাতীয় সম্পদ’ ঘোষণা করা হচ্ছে। সবকিছু চূড়ান্ত হয়েছে। শিগগির এ ঘোষণা আসবে।

ব্রিটেনের দ্য মিরর পত্রিকায় ম্যাট রোপার লিখেছেন, ক্যামিলা ছিলেন বিশ্বের বিখ্যাত উপপত্নীদের মধ্যে একজন। এমনকি একবার রানী এলিজাবেথ তাকে ‘সেই দুষ্ট মহিলা’ বলে উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, সে তার সঙ্গে কিছুই করতে চায় না।

রোপার মনে করেন, এসব গঞ্জনা তাকে আমাদের রানী ক্যামিলিয়ায় রূপান্তরিত করেছে। রাজা চার্লসের প্রিয়তমা স্ত্রী এখন রাজতন্ত্রের জনসাধারণের মুখপাত্র হয়ে উঠতে শুরু করেছেন।

ক্যামিলিয়ার নিজের সম্পর্কে সাধারণের মতামত পরিবর্তনের সামর্থ্যকে প্রশংসা করে রোপার বলেন, যে নারীকে একসময় জাতীয়ভাবে একঘরে করে রাখা হয়েছিল তিনিই আজ জাতীয় সম্পদ হওয়ার পথে। অত্যন্ত মর্যাদাপূর্ণ এ তকমা পাওয়ার জন্য কোনো ব্যক্তিকে অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং ধৈর্যশীল হতে হয়। একই সঙ্গে জনগণের সঙ্গে কৌশলী হয়ে যোগাযোগ করতে জানতে হয়।

সূত্র : দ্য মিরর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা