× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুরো সিনেমা হল ভাড়া করলেন এক নারী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ১৬:১২ পিএম

এরিয়াকা বাইদুরির এ কাণ্ড আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ছবি :  সংগৃহীত

এরিয়াকা বাইদুরির এ কাণ্ড আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ছবি : সংগৃহীত

অনেকে মিলে এক সঙ্গে সিনেমা দেখার জন্যই সিনেমা হল। কিন্তু এক ব্যক্তিই যদি পুরো সিনেমা হল ভাড়া করে নেন, তা স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দেয়। মালয়েশিয়াই সম্প্রতি এক নারী তাই করেছেন। তার এ কাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে চলছে আলোচনা সমালোচনা। 

আলোচিত এ নারীর নাম এরিয়াকা বাইদুরি। ৩ জানুয়ারি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি খালি সিনেমা হলের ভিডিও পোস্ট করেন তিনি। তারপর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

এরিয়াকা একটি বিউটি পার্লার পরিচালনা করেন। টিকটকে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, একটি খালি সিনেমা হলে চশমা পরে পপকর্ন খেতে খেতে সিনেমা শুরু হওয়ার অপেক্ষা করছেন তিনি।

ভিডিওটির ক্যাপশনে এরিয়াকা লিখেছেন, আমি একটু অন্তর্মুখী স্বভাবের। তাই সব আসন কিনে নিয়েছি। 

ভিডিওটি পোস্ট করার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা–সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ লিখেছেন, তাঁর সিদ্ধান্ত মোটেও ভুল নয়। আমার সামর্থ থাকলে আমিও এমন কাজ করতাম। আবার অনেকেই লিখেছেন, তাঁর টাকা পয়সা আছে এটি বোঝাতেই তিনি এমন কাণ্ড করেছেন।

আরেক ব্যবহারকারী লিখেছেন, আমি ধনী, এ কথা বলার আরেকটি উপায় এটি। 

সিনেমা হলটিতে ১০টি সারি রয়েছে এবং প্রতি সারিতে ১৬টি করে আসন রয়েছে। প্রতিটি আসনের টিকিটের দাম ১১ রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা) থেকে ৩৫ রিঙ্গিত। সব আসনের টিকিট কিনতে এরিয়াকার খরচ হয়েছে ১ হাজার ৭৬০ রিঙ্গিত থেকে ৫ হাজার ৬০০ রিঙ্গিত।

সূত্র : ইন্ডিপেনডেন্ট


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা